সুনীত হালদার, হাওড়া: বিধ্বংসী অগ্নিকাণ্ডে (Howah Fire) ভস্মীভূত চেঙ্গাইল স্টেশন লাগোয়া লাডলো মিল মার্কেট। আগুনের গ্রাসে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে দেড়শর বেশি দোকান। গতকাল রাত দেড়টা নাগাদ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের দাবি, ইদ উপলক্ষে দোকানগুলিতে প্রচুর পরিমাণে জিনিসপত্র মজুত ছিল। হঠাৎ আগুন লাগায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। শুরুতে ব্যবসায়ী ও স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের ১০টি ইঞ্জিনের বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ দিকে, দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। যদিও তা অস্বীকার করা হয়েছে দমকলের তরফে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে দমকল। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও।
দাউ দাউ করে জ্বলছে আগুন, কুণ্ডলী পাকানো ধোঁয়া যেন আকশ ছুঁতে চাইছে! সময় যত গড়াচ্ছে, ততই যেন ভয়াবহ হয়ে উঠছে আগুন! বিধ্বংসী আগুনের সামনে অসহায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। মঙ্গলবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল হাওড়া চেঙ্গাইল স্টেশন লাগোয়া লাডলো মিল মার্কেটের অন্তত দেড়শো দোকান।
হাওড়ার (Howrah) বাজারে বিধ্বংসী আগুন! স্থানীয় সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। শুরুতে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। ব্যবসায়ীদের দাবি, দোকানগুলিতে প্রচুর পরিমাণে পোশাক ও অন্যান্য জিনিস মজুত ছিল। হঠাৎ আগুন লাগায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছু দোকানে গ্যাস সিলিন্ডাকক থাকায় আগুন ভয়াবহ হয়ে ওঠে। শেষমেশ, দমকলের ১০টি ইঞ্জিনের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। যদিও তা অস্বীকার করেছে দমকল।
শুধু হাওড়া নয়, সম্প্রতি কলকাতা সহ একাধিক জেলায় ঘটছে একের পর এক অগ্নিকাণ্ড
- গত ১৩ তারিখ তিলজলায় একটি ছাপাখানায় ভয়াবহ আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বাবা ও ছেলের। আহত হয় আর এক ছেলে।
- গত ৭ তারিখ, ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় সন্তোষপুর স্টেশন লাগোয়া ৩০টি অস্থায়ী দোকান।
- গত ৬ তারিখ গড়িয়ার ব্রহ্মপুর বটতলা বাজারের কাছে কাঠের গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পাশের আবাসন ও নির্মীয়মাণ বিল্ডিংয়ে।
- গত ২৯ মার্চ সন্ধ্যায় রাসবিহারী মোড়ে হোটেলে অগ্নিকাণ্ড। সিলিন্ডার ফেটে ছড়ায় আতঙ্ক। দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
- গত ২২ মার্চ শোভাবাজারে আগুনে ভস্মীভূত হয়ে যায় একটি বিউটি পার্লার।
- গত ১৯ মার্চ ভোরে টালিগঞ্জের এনটিওয়ান স্টুডিওয় আগুন লেগে যায়। ওই সময়ে কোনও শ্যুটিং চলছিল না বলে কেউ হতাহত হননি। তবে পুড়ে ছাই হয়ে যায় টুডিওর গোডাউন। নষ্ট হয়ে যায় হারানো সুর, সপ্তপদী, ভ্রান্তিবিলাসের মতো বহু পুরনো ছবির রিল।