হাওড়া: মঙ্গলাহাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫ লক্ষ টাকা করে ঋণের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু ব্যবসায়ীদের দাবি, ঋণ শোধের ক্ষমতা নেই তাঁদের। তাই অনুদান দেওয়ার দাবি তুলেছেন ব্যবসায়ীরা। এছাড়াও, মুখ্যমন্ত্রীর তৈরি কর দেওয়া তদন্ত কমিটিতে দুজন ব্যবসায়ীকে রাখার অনুরোধ করেছেন তাঁরা।
অনুদানের দাবি ব্যবসায়ীদের: ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে হাওড়ার মঙ্গলাহাট।লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেছে ৪ হাজারের বেশি দোকান। সর্বস্ব হারিয়ে পথে বসেছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের থেকে অনুদানের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক রাজকুমার সাহ “ঋণ নয়, একমাত্র অনুদানই পারে আমাদের বাঁচাতে। ঋণ নিয়ে আমরা ঋণখেলাপি হতে চাই না।’’
২১ জুলাইয়ের সমাবেশ শেষ করেই শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যান মুখমন্ত্রী। সম্ভব হলে ওই জায়গাতেই সরকারি খরচে বহুতল মার্কেট তৈরির আশ্বাস দেন তিনি। এছাড়াও, ব্যবসায়ীদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। রাজকুমার সাহা বলেন, “ব্যবসায়ীদের যা পরিস্থিতি ঋণ নিয়ে শোধ করার মতো ক্ষমতা নেই। কিছু দেবেন বলে মনে করলে অনুদান হিসেবে দিন। আর একটা দাবি, তদন্ত কমিটিতে দুজন ব্যবসায়ীকে রাখতে হবে।’’
তৃণমূল বিধায়ক ও সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, “মুখ্যমন্ত্রী বলেছিলেন ওদের অন্য জায়গায় যেতে ওরা চায়নি। এবার ঋণ দেবেন বলেছেন। ওরা যদি অন্য কিছু চায় সেটা মুখ্যমন্ত্রীই বলবেন।’’ আর কয়েকমাস পরে পুজো। বছরের এই সময়টায় সবচেয়ে বেশি ব্যবসা হয়। এবার অগ্নিকাণ্ডে কার্যত সর্বস্বান্ত হয়েছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা।
এদিকে ব্যবসায়ীদের দাবি, হাটের মালিক শান্তিরঞ্জন দে ছোট দোকানগুলি ভেঙে বহুতল তৈরি করতে চাইছিলেন। তা করতে না পারায়, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।শুধু তাই নয়, ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডের আগে বিভিন্ন জায়গায় কেরোসিন তেল ঢালা হয়েছিল। যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মালিকের দাবি, ব্যবসায়ীদের সব অভিযোগ ভিত্তিহীন। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এলেই স্পষ্ট হয়ে যাবে কী করে আগুন লেগেছে।বিজেপি অভিযোগ করেছে, তোলাবাজি নিয়ে বিবাদের কারণেই এই ঘটনা। এর আগে ১৯৮৭ সালে বিধ্বংসী আগুন লাগে মঙ্গলাহাটে। তখনও ব্যবসায়ীরা ষড়যতন্ত্রের অভিযোগ তোলেন। ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, নমুনা পরীক্ষার পরই স্পষ্ট হবে আগুন লাগার কারণ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: North Dinajpur: ইসলামপুরে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার মূল অভিযুক্ত