কলকাতা: সন্তানদের সুস্থ ও স্বাচ্ছন্দ্যে ভরপুর জীবন দিতে দিনরাত পরিশ্রম করেন ওঁরা। কিন্তু সে জন্য ওঁদের আত্মত্যাগ স্বীকার করতে হয়, তা বোধহয় বহু সময় অগোচরেই থেকে যায়। আজ মা-বাবাদের সেই ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসাকে সম্মান জানানোর দিন। আজ Parents' Day।
Parents' Day সম্পর্কে...
সাধারণত জুলাই মাসের চতুর্থ রবিবার এই দিনটি উদযাপন করা হয়। এই বছর ২৩ জুলাই, পালিত হচ্ছে Parents' Day। উদযাপনের শুরুটা হয়েছিল ১৯৯৪ সালে। আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে তখন বিল ক্লিন্টন। মার্কিন কংগ্রেসের একটি প্রস্তাবে সই করলেন তিনি। কাগজে-কলমে স্থির হল, প্রত্যেক বছর জুলাই মাসের চতুর্থ রবিবার পালিত হবে Parents' Day। সেই শুরু। তার পর থেকে বার্ষিক অনুষ্ঠানে পরিণত হয়েছে এটি। কুচকাওয়াজ, বক্তৃতা, অ্যাওয়ার্ড শো জাতীয় বিভিন্ন ধরনের বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় এই বিশেষ দিনটিতে। লক্ষ্য একটাই। মা-বাবাদের ভূমিকাকে কুর্নিশ জানানো। জন্ম থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত এমনকি তার পরেও যে ভাবে অভিভাবকরা সন্তানদের চারপাশে থাকেন, তাঁদের শারীরিক ও মানসিক ক্রাইসিসে হাত শক্ত করে ধরে থাকেন, নিজেদের পরে রেখে সন্তানের প্রয়োজনকে অগ্রাধিকার দেন, আজ সেই সব কিছুকেই কুর্নিশ জানানোর দিন।
কী ভাবে উদযাপন?
নির্দিষ্ট কোনও নিয়ম নেই। এক এক জন এক এক রকম ভাবে নিজের মনের কথা বলতে পারেন। তবে কিছু আয়োজন সহজেই করা যেতে পারে...
- মা-বাবাকে সঙ্গে নিয়ে তাঁদের পছন্দমতো কাজে বেশ কিছুটা সময় কাটানো
- কার্ড, কবিতা বা চিঠি--যে কোনও উপায়ে তাঁদের কাছে নিজের মনের কথা পৌঁছে দেওয়া
- বছরের অন্য দিনগুলিতে সাধারণত ওঁরাই আপনার জন্য খাবার বানিয়ে দেন। আজ উল্টোটা হলে কেমন হয়?
- পরিবারের বাকি সদস্যদের আমন্ত্রণ করে দেখতে পারেন। সকলে মিলে জমাটি আড্ডার পরিকল্পনা করে ফেললে ভালো হয় না?
- বহুমূল্য নয়, বরং আপনার সৃজনশীল কোনও উপহার দিয়ে দেখতে পারেন।
উদ্ধৃতি...
দিনের শুরুতে মা-বাবাকে সুন্দর শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিয়ে দেখা যেতে পারে। সে জন্য বিকল্পও দেওয়া রইল...
'জীবনের গোড়ার দিকে শিশুরা সাধারণত মা-বাবাকে ভালোবাসে, যত বড় হয়, তত তাঁদের ভালো-মন্দ বিচার করতে থাকে, কখনও-সখনও ক্ষমাও করে দেয়।' অস্কার ওয়াইল্ডের এই কোটটি হাতে লিখে বা অন্য কোনও ভাবে মা-বাবার হাতে তুলে দিয়ে দেখবেন নাকি?
'ভালোবাসা একমাত্র শৃঙ্খল যা দিয়ে সন্তানকে তার মা-বাবার সঙ্গে বেঁধে রাখা হয়' , বলেছিলেন আব্রাহাম লিঙ্কন। আজকের দিনে এই বার্তাটি আপনিও একবার অভিভাবকদের সঙ্গে শেয়ার করবেন নাকি?
'সন্তানকে মা-বাবার দেওয়া সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকার হতে পারে দৈনিক অন্তত কয়েক মিনিট সময় ', উক্তিটি ছিল বিখ্যাত রসায়নবিদ ও এ বাতিস্তার। এ যদি আপনারও মনের কথা হয়, মা-বাবাকে আজ বলে দেখতে পারেন।
যদি মনে হয় কারও কোনও উদ্ধৃতির সাহায্য না নিয়ে নিজের কথা নিজের মতো করে বলবেন, তা হলেও দারুণ হতে পারে। শুধু গুছিয়ে লিখে ফেলার অপেক্ষা।Parents' Day মানে শুধু উদযাপনের আতিশয্য় নয়, বরং মা-বাবাকে বুঝিয়ে দেওয়া যে তাঁদের আত্মত্যাগকে আপনি সম্মান করেন। সেটা বোঝাতে নিজের মতো করে দিনটা সাজান।
আরও পড়ুন:হাড়ের গঠন হবে শক্ত-মজবুত, দৈনন্দিন জীবনে মেনে চলুন এই সহজ নিয়মগুলি