সুনীত হালদার, হাওড়া: হাওড়া পুরসভার গেটে নিজেদের গায়ের ওড়না বেঁধে প্রতিবাদ জানাল কয়েকশো অস্থায়ী স্বাস্থ্যকর্মী এবং ডেঙ্গু প্রতিরোধ স্প্রে ম্যান। ওই মহিলা স্বাস্থ্যকর্মী এবং স্প্রে ম্যানদের অভিযোগ গত পাঁচ মাস ধরে তারা মাসিক বেতন পাননি। নিয়মিত বেতনের দাবিতে এই বিক্ষোভের পাশাপাশি তারা রাস্তা অবরোধে সামিল হন।
হাওড়া পুরসভার ৫০ টি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ করতে প্রায় তিন হাজার মহিলা অস্থায়ী স্বাস্থ্যকর্মী এবং ২২৬ জন Spray Man নিয়োগ করে পুরসভা। এই স্বাস্থ্যকর্মীদের বলা হয় ডেঙ্গু প্রতিরোধ সহায়িকা। স্বাস্থ্য কর্মীদের কাজ বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু এবং ম্যালেরিয়া সহ মশা বাহিত বিভিন্ন রোগ নিয়ে সমীক্ষা করার পাশাপাশি প্রতিরোধ সম্পর্কে মানুষকে সচেতন করা। এসব স্বাস্থ্যকর্মীদের অভিযোগ তারা অনিয়মিত বেতন পান এবং বেতনের পরিমাণ সামান্য। শুধু তাই নয়, গত পাঁচ মাস তারা কোনও বেতন পাচ্ছেন না। এর ফলে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।
আজ এরই প্রতিবাদে হাওড়া পুরসভার মেন গেট নিজেদের গায়ের ওড়না দিয়ে বেঁধে তারা প্রতিবাদ জানান। প্রায় ঘন্টাখানেক পুরসভায় কর্মীদের এবং বাইরের লোকেদের ভেতরে ঢুকতে বাধা দেয়। একই ইস্যুতে মশার লার্ভা মারার স্প্রে ম্যানরা এই বিক্ষোভে সামিল হয়। তাদেরও অভিযোগ গত পাঁচ মাস তাঁরা কোনও বেতন পাচ্ছেন না। অবিলম্বে তাঁদের বেতন মেটানোর পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে গেটে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তা অবরোধ করেন। বিক্ষোভ কারীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখালে ব্যস্ত হাওড়া ময়দান যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। হাওড়া পুর কর্তৃপক্ষ জানিয়েছে ফান্ডে টাকা না থাকার কারণে তাদের বেতন অনিয়মিত হচ্ছে।
তেইশ সালে এমনই অভিযোগ তুলেছিলেন কলকাতা পুরসভায় কর্মরত মালিরা। ৩ মাস ধরে বেতন না মেলার অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছিলেন কলকাতা পুরসভায় কর্মরত মালিরা। পুরসভার ভিতরেই হয়েছিল বিক্ষোভ মিছিল। কলকাতা পুরসভা মালি সুশীল হালদার বলছিলেন, কাজ বন্ধ করতে পারছি না। গাছ মরে যাবে। ২ দিন অন্তর করছি। কিন্তু ৩ মাস ধরে বেতন পাচ্ছি না। বিক্ষোভকারীদের দাবি, কলকাতা পুরসভার অধীনে থাকা উদ্যানগুলির দেখভালের দায়িত্বে প্রায় ২৩০ জন মালি রয়েছেন।
একটি বেসরকারি সংস্থার অধীনে তাঁরা কাজ করেন। প্রভিডেন্ট ফান্ড ও ESI কাটার পর মাসে বেতন মেলে ৮ হাজার ১৩৯ টাকা। কিন্তু অভিযোগ জানুয়ারি মাস থেকে কোনও টাকাই মিলছে না। এই পরিস্থিতিতে এদিন উদ্যান বিভাগের আধিকারিকদের ঘরের সামনে মিছিলও করে বিক্ষোভকারী মালিদের একাংশ। কলকাতা পুরসভার মালি বিজয় সর্দার বলেছিলেন, স্টার সিকিউরিটি জানাল নভেম্বরে তারা নেই তার থেকে মাইনে পাবে জানে না। তার আগে প্রিজম ছিল পিএফ অ্যাডজাস্ট করেনি।