সুনীত হালদার, হাওড়া: রামলালা দর্শনের উদ্যোগ বিজেপির (BJP)। এবার বাংলা থেকে দলীয় নেতা কর্মীদের অযোধ্যা (Ayodhya) নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী গেরুয়া শিবির। আস্থা স্পেশাল ট্রেনে বিজেপি নেতা কর্মীদের নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেছে তারা। গতকাল অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিল এই ট্রেন। রামমন্দির (Ram Mandir) সহ ধর্মীয়স্থানও ঘুরে দেখবেন তাঁরা।


রামমন্দির দর্শন করাতে উদ্যোগী গেরুয়া শিবির: গত ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আর উদ্বোধনে পর থেকেই অযোধ্যায় উপচে পড়ছে ভক্তদের ভিড়। বৃহস্পতিবার সন্ধেয় হাওড়া কাটরা আস্থা স্পেশাল অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়। ওই ট্রেনে প্রায় ১৩০০ বিজেপি কর্মী ছিল বলে জানা গেছে। বিজেপি সূত্রে খবর, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার বিজেপি কর্মীপা রাম মন্দির দর্শনে যাচ্ছেন। মাথাপিছু খরচ ১৬০০ টাকা। ওই টাকায় ট্রেন ভাড়া, থাকা খাওয়া এবং তীর্থক্ষেত্র দর্শন সবই হবে। রাম ভক্তরা জানিয়েছেন আগামীকাল দুপুরে ট্রেনটি অযোধ্যায় পৌঁছবে। সেখানে রাতের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। শনিবার তাঁরা সরযূ নদীতে স্নান করে রামলালার মন্দির দর্শন করতে যাবেন। এছাড়াও তারা অযোধ্যার অন্যান্য ধর্মীয়স্থানও ঘুরে দেখবেন। রাতে ওই একই ট্রেনে চড়ে রবিবার হাওড়ায় ফিরবেন। রাম মন্দির দর্শনের এইরকম সুযোগ পেয়ে খুশি বিজেপি কর্মীরা।


অযোধ্যা দর্শনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাড়ছে আস্থা স্পেশাল ট্রেন। রাম মন্দির উদ্বোধনের পর রামমন্দির ও রামলালার দর্শনের জন্য রেল মন্ত্রকের পক্ষ থেকে আস্থা স্পেশাল ট্রেন চালানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়। গুজরাত, হিমাচল প্রদেশ, জম্মু সহ এই বাংলা থেকেও এর আগে রওনা দিয়েছে আস্থা স্পেশাল। বর্ধমানের পর এবার হওড়া থেকে অযোধ্য়ার উদ্দেশ্যে যাত্রা। পাশাপাশি উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে আস্থা স্পেশাল। এই ট্রেনের যাত্রা শুরু হয়েছিল অসম থেকে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি পার করে এনজেপি স্টেশনে থামে। অন্যদিকে, বর্ধমান থেকে ছাড়া ট্রেন যাত্রাপথে দুর্গাপুর ও আসানসোলেও থামে এই ট্রেন। আগামী ৯,১২,১৫,১৮,২১,২৭ ফেব্রুয়ারি এবং ১ ও ৪ মার্চ বর্ধমান থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে এই স্পেশাল ট্রেনটি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: WB Blood Bank: ব্লাড ব্যাঙ্কের জন্য নতুন নিয়ম, গাইডলাইন জারি রাজ্যের