সুনীত হালদার, হাওড়া: মর্মান্তিক মৃত্যু। ভুল-ঠিকের হিসেবের মাঝেই মুহূর্তে যেন সব শেষ। লরির চাকায় পিষে চোখের সামনেই মৃত্যু বাইক আরোহীর। এই ঘটনার পরই হাওড়ায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।  

মাঝ রাস্তায় লরি চাপা পড়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। বুধবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটে কোনা মোড়ের কাছে সার্ভিস রোডে। পুলিশ সূত্রে খবর একটি বাইকে চেপে দুই  আরোহী যখন কলকাতা দিকে যাচ্ছিল সেই সময় ব্রেক মারে বাইকের চালক। সেই সময় বাইকের পিছনে বসে থাকা বছর ৫২ ওই আরোহী রাস্তায় ছিটকে পড়লে পিছন থেকে আসা লরি তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। দুর্ঘটনার পর চম্পট দেয় লরি। 

এই ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরি এবং ম্যাটাডোরে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী এবং র‍্যাফ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিলুয়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক লরির চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

অন্যদিকে, বুধবার রাতে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে গন্ডগোল হাওড়ার পাঁচলা রানিহাটি মোড়। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু মোটরসাইকেল আরোহী ১ কিশোরের৷ আহত ২ । 

ঘটনার জেরে উত্তেজিত জনতা ভাঙচুর করলো পুলিশের সিগন্যাল অপারেটিং কিয়স্ক৷ দীর্ঘক্ষণ ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ৷ চলে৷ পরে পুলিশের বিশাল বাহিনীর ঘটনাস্থলে পৌঁছালে তাদের হস্তক্ষেপে অবরোধ ওঠে৷ ঘটনার ফলে পুলিশ পিকেট বসানো হয়েছে।

কিছুদিন আগে পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে লরির বেপরোয়া গতিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা হয়েছিল। লরির বেপরোয়া গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে মোটরবাইক আরোহীকে। আর তার জেরে প্রাণ হারিয়েছিলেন এক  মোটরবাইক আরোহী। 

স্থানীয সূত্রে খবর, লরির সঙ্গে মোটরবাইকের রেষারেষি চলছিল। তার জেরেই এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছিল। আর তার পরিণতি হিসাবে লরির সঙ্গে জোর ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মোটরবাইক আরোহীর। পথ দুর্ঘটনার পরে পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট থেকে ওই ঘাতক লরিটিকে আটক করা হয়েছিল। চালককে গ্রেফতার করেছিল পুলিশ।