সুনীত হালদার, হাওড়া :  এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সারা রাজ্যে প্রতিবাদ চলছে। তারই মধ্যে মঙ্গলবার হাওড়ায় বিজেপি যুব মোর্চার মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়। স্কুলে নিয়োগ দুর্নীতির প্রতিবাদ ও আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের চাকরির দাবিতে  পথে নামে গেরুয়া শিবির। তাদের লক্ষ্য ছিল নবান্ন। কিন্তু তার আগেই মিছিল আটকা পুলিশ। 


 নবান্নর দিকে যাবার চেষ্টা
মঙ্গলবার সকালে বিজেপি যুব মোর্চার কর্মীরা মিছিল  করে নবান্নর দিকে যাবার চেষ্টা করেন। পুলিশের পক্ষ থেকে আগে থেকেই শিবপুর কাজীপাড়ায় ব্যারিকেড করে দেওয়া হয়। এই অঞ্চলের অনতিদূরেই নবান্ন। সেখানেই পুলিশ আটকায় বিজেপির মিছিল।  


পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ
বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। বিজেপি কর্মী সমর্থকরা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করেন। বিজেপির দাবি অবিলম্বে এই ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের গ্রেফতার করতে হবে।


পথে  বুদ্ধিজীবীরাও 


একদিকে চাকরি প্রার্থীদের আন্দোলন, অন্যদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিরোধী দলের প্রতিবাদ-বিক্ষোভ ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল। এই প্রেক্ষাপটে এবার দুর্নীতির বিরুদ্ধে পথে নামেন বামপন্থী বিদ্বজ্জনেরা। শনিবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন শিক্ষাবিদ পবিত্র সরকার, অভিনেতা চন্দন সেন, দেবদূত ঘোষ, রাহুল বন্দ্যোপাধ্যায়, পরিচালক অনীক দত্তরা। বৈঠকে তাঁরা সুর চড়ান রাজ্য সরকারের বিরুদ্ধে।  শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, 'সারা পৃথিবীর কাছে বাঙালির মাথা হেঁট হয়ে গেছে একজনের সীমাহীন দুর্নীতির জন্য। এটা একদিনে আবদ্ধ থাকবে কিনা সময় বলবে। অযোগ্যরা চাকরি পেয়েছেন। যোগ্যরা লাঠির বাড়ি খেয়েছে। তদন্ত হচ্ছে ঠিক। কখন সেটিং না হয়ে যায়, এই ভয়।' অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'চাকরিপ্রার্থীদের এই আন্দোলন ভীষণই যন্ত্রণাদায়ক।' 


সোমবার  কলকাতার ভিক্টোরিয়া হাউস থেকে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল করেন অগণিত মানুষ। পায়ে পা মেলান  বিদ্বজ্জন থেকে সাধারণ।  দলের উর্ধ্বে গিয়ে প্রতিবাদ গড়ে তোলেন সাধারণ মানুষ। আইনজীবী ও রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য বলেন, 'এই দুর্নীতি শুধু স্কুলে নয়, ওরা ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি। PSC-তে পার্থ, জ্যোতিপ্রিয়কে বসানো হয়েছে। ইন্টারভিউতে কম যোগ্যদের বেশি নম্বর দেওয়া হয়েছে। আমরা অনেকদিন ধরে বলছি। টাকা উদ্ধার না হলে, কেউ বিশ্বাস করত না। নাগরিক সমাজকে রাস্তায় নামতে হবে।'