হাওড়া: ফের সিভিকের 'দাদাগিরি' ! শ্যামপুরে এক ব্যক্তিকে মার ! সিভিক ভলান্টিয়ারের নির্দেশে ব্যক্তিকে মারধরের অভিযোগ। রাস্তায় ফেলে বাঁশ, লাঠি দিয়ে মার, মাথা ফাটল আক্রান্তের। ৩৫ হাজার টাকা ও সোনার চেন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ।

Continues below advertisement

 

আরও পড়ুন, 'দেশছাড়া করব অনুপ্রবেশকারীদের', হুঙ্কার প্রধানমন্ত্রীর

Continues below advertisement

অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শেখ মইদুল শ্যামপুর থানায় কর্মরত। পাওনা টাকা নিয়ে বিবাদের জেরেই মারধর, দাবি পুলিশ সূত্রে। টাকা ধার নিয়েছিলেন সিভিক মইদুল, দাবি আক্রান্তের ছেলের। শ্যামপুর থানায় অভিযোগ দায়ের আক্রান্ত আশফাকউদ্দিন খানের। দায়িত্ব থেকে সরানো হয়েছে সিভিককে, জানিয়েছেন পুলিশ সুপার। সিভিকের ভূমিকা খতিয়ে দেখার আশ্বাস পুলিশ সুপারের।