সুনীত হালদার, হাওড়া: দেরিতে লোকাল ট্রেন চলার অভিযোগে রাত ৮টা থেকে অবরোধ হাওড়ার রামরাজাতলা স্টেশনে। টানা অবরোধের জেরে চূড়ান্ত যাত্রী দুর্ভোগ।হাওড়া-আমতা লোকাল দেরিতে চলার অভিযোগ শুরু হয় বিক্ষোভ। হাওড়া-খড়গপুর আপ-ডাউন লাইনের প্রায় সব ট্রেন চলাচল বন্ধ। রেল আধিকারিকদের আশ্বাসে রাত ১১টার পর অবরোধ উঠল। 


অবরোধ হাওড়ার রামরাজাতলা স্টেশনে: লোকাল ট্রেন দেরিতে চলার অভিযোগে হাওড়ার রামরাজাতলা স্টেশনে যাত্রী বিক্ষোভ-অবরোধ। হাওড়া-আমতা লোকাল দেরিতে চলার অভিযোগ, প্রতিবাদে যাত্রীদের বিক্ষোভ, রেল অবরোধ। অবরোধের জেরে হাওড়া-খড়গপুর আপ-ডাউন লাইনের প্রায় সব ট্রেন চলাচল বন্ধ। কেন দেরিতে চলছে লোকাল? এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি রেল কর্তৃপক্ষের। যাত্রীদের অভিযোগ, কোনওদিন আধ ঘণ্টা তো কোনও দিন এক ঘণ্টা তাঁদের অপেক্ষা করতে হচ্ছে ট্রেনের জন্য। বারংবার রেলকে জানালেও কোনও সুরাহা হয়নি। তাই সমস্য়া সমাধান চেয়ে অবরোধ করেন। এর জেরে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায়  আপ এবং ডাউন প্রায় সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। বিক্ষোভ হটাতে রেল পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান যাত্রীরা।রেলের আধিকারিকরা এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাঁদের আশ্বাসেই ওঠে অবরোধ। রাত ১১টা থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। যদিও ৩ ঘণ্টা ট্রেন বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে ভিড়। দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা। 


এদিকে বুধবার সাতসকালে শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে রেললাইনের ধারে ধস হয়। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়াতে পারেন যাত্রীরা। একদিকে বৃষ্টির জেরে যানজটের ভোগান্তি। আরেকদিকে শিয়ালদা মেন লাইনে ধস নামায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বুধবার সকালে কাজে বেরিয়ে সমস্যায় পড়েন যাত্রীরা। সকাল পৌনে ৬টা নাগাদ কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে আপ সাবার্বান লাইনের পাশে মাটি ধসে যায়।  তড়িঘড়ি ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সবথেকে বেশি প্রভাব পড়ে শিয়ালদা-নৈহাটি শাখায়।রেল সূত্রে খবর,বাতিল করা হয় ৫টি লোকাল। অন্য লাইন দিয়ে কয়েকটি ট্রেন চালানো হয়। শিয়ালদার (উত্তর) অন্যান্য শাখাতেও যার প্রভাব পড়েছে। সেইসময়ে ওই লাইন দিয়ে ট্রেন না যাওয়ায়, বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। একইসঙ্গে এলাকায় রেলের নির্মাণকাজ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। ঘণ্টাচারেক পর ওই লাইনে পরিষেবা চালু হলেও, ধীর গতিতে চলে ট্রেন।


আরও পড়ুন: Buddhadeb Bhattacharya: আম খাওয়ার ইচ্ছাপ্রকাশ, সংক্রমণের মাত্রা নিম্নমুখী, শারীরিক অবস্থার আরও উন্নতি বুদ্ধদেব ভট্টাচার্যের