সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। সংক্রমণের মাত্রা নিম্নমুখী, শারীরিক অবস্থার আরও উন্নতি। সচেতন রয়েছেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য। 


আম খাওয়ার ইচ্ছাপ্রকাশ: আগের থেকে আরও ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। সেই জন্য় বাইপ্যাপ সাপোর্ট ও রাইলস টিউব খুলে ফেলতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী। খেতে চান মুখ দিয়ে। সূত্রের খবর, এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দেখা করতে এলে, তাঁর কাছে আম খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন বুদ্ধবাবু। হাসপাতাল সূত্রে খবর, সি রিয়্যাকটিভ প্রোটিন আরও কমেছে, চলছে চেস্ট ফিজিওথেরাপি। রাইলস টিউব ছাড়া খাওয়ানো যায় কিনা, যাচাইয়ের প্রক্রিয়া শুরু চিকিৎসকদের। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, তাতে সাড়া মিলছে। অ্যান্টিবায়োটিকের কোর্স ৭দিন করার সিদ্ধান্ত চিকিৎসকদের। 

ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী: আচ্ছন্ন ভাব পুরোপুরি কেটে গিয়েছে। বেশিরভাগ সময় বিছানায় বসে অক্সিজেন নিচ্ছেন। সময় কাটছে সঙ্গে থাকা সহকারীর সঙ্গে গল্প করে। তবে রাতভর বাইপ্যাপ সাপোর্টে ছিলেন। একটানা বাইপ্যাপের মাস্ক পরে থাকা নিয়ে চিকিৎসকদের কাছে অনিচ্ছা প্রকাশও করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, শরীরে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমার পাশাপাশি, বেড়েছে অক্সিজেন লেভেল। হিমোগ্লোবিন কমে যাওয়ায় চিকিৎসকরা এক ইউনিট রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিলেও, বিশেষ KELL অ্যান্টিজেনযুক্ত AB নেগেটিভ গ্রুপের রক্ত মেলেনি। তাই, খুব প্রয়োজন না পড়লে রক্ত দেওয়া হবে না বলে ঠিক করেছেন চিকিৎসকরা।

সংক্রমণ কতটা কমেছে জানতে এদিন রক্তের বেশ কিছু পরীক্ষা হয়। রিপোর্ট নিয়ে দুপুরে আলোচনায় বসে মেডিক্যাল বোর্ড। মেডিক্যাল বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন দুই বাম নেতা সূর্যকান্ত মিশ্র ও বিমান বসু। বিকেলে হাসপাতালে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী ও তাঁদের একমাত্র সন্তান। এদিন বুদ্ধবাবুকে দেখতে আসেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।আসেন যমজ দুই ভাই, রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত ও অবসরপ্রাপ্ত অধ্যাপক অতীশ দাশগুপ্ত৷ হাসপাতালে সূত্রে খবর, বৃহস্পতিবার ছত্তীসগঢ় থেকে কলকাতায় আসছেন প্রবীন ফুসফুস বিশেষ ধীমান গঙ্গোপাধ্যায়। বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা নিয়ে তাঁর পরামর্শ নেওয়া হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Weather Update: উত্তরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা