সুনীত হালদার, হাওড়া: হাওড়ায় (Howrah) বামেদের আইন অমান্য কর্মসূচিতে (Left Workers Agitation) ধুন্ধুমার। একগুচ্ছ দাবিতে জেলাশাসকের (Howrah District Magistrate Office) অফিসের সামনে আইন অমান্য কর্মসূচি করে বামেরা। আটকাতে গেলে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের (Police)।


প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে গেল মিছিল। ভাঙার চেষ্টা করা হল দ্বিতীয় ব্যারিকেডও। পুলিশের সঙ্গে তুমুল বচসা। বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে সোমবার এভাবেই উত্তেজনা ছড়াল হাওড়ায়। কেন্দ্রীয় সরকারের (Central Government) নতুন শ্রম কোড বাতিল, রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের (Bank Privatization) প্রতিবাদ, বন্ধ জুটমিল খোলা-সহ একাধিক দাবিতে এদিন হাওড়া ময়দান থেকে মিছিল শুরু করে বিভিন্ন বাম সংগঠন। তাতে সামিল হয়েছিলে কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUC-ও। জেলাশাসকের দফতরে (Howrah District Magistrate Office) এসে ডেপুটেশন দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু মিছিল আটকাতে আগে থেকেই দুই স্তরে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ। প্রথম ব্যারিকেড ভেঙেই এগোতে থাকেন বিক্ষোভকারীরা। তারপর দ্বিতীয় ব্যারিকেডের সামনে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। শেষমেশ জেলাশাসকের দফতরে পৌঁছতে পারেননি বিক্ষোভকারীরা। তবে আগামী ২৮ ও ২৯ মার্চ দেশজুড়ে ডাকা ধর্মঘটের দিন তারা ফের পথে নামবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে বাম সংগঠনগুলি।


এর আগে আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে, দফায় দফায় পথে নেমেছে বাম ছাত্র ও যুব সংগঠন। যার জন্য গ্রেফতারও হতে হয় DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ (Minakshi Mukherjee) বেশ কয়েকজনকে। এবার কেন্দ্রের (Central Government( বিরুদ্ধে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পথে নামল বামেরা।


অন্যদিকে বড়জোড়ায় সিপিএমের ভূমি-রাজস্ব দফতর অভিযানে ধুন্ধুমার কাণ্ড ঘটে। আধিকারিককে বের করে দিয়ে দফতরে ঝোলানো হয় দলীয় পতাকা। এমনকী দফতর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে প্রাক্তন সিপিএম বিধায়কের বচসা হয়। 


আরও পড়ুন: Kalna News: কালনা পুরসভাকাণ্ডে ক্ষমা চেয়ে চিঠি শীর্ষ নেতৃত্বকে চিঠি ১৭ জন তৃণমূল কাউন্সিলরের