সুনীত হালদার, হাওড়া: গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকজন ব্যক্তির মৃত্যু হল বজ্রাঘাতে (Lightning)। গতকাল মর্মান্তিক ঘটনাটি ঘটেঠে জগৎবল্লভপুরের শ্যামপুর (Shyampur) বাগ পাড়া এলাকায়। নিজের জমিতে কাজের সময় বছর ষাটের এক ব্যক্তির উপর আচমকা বাজ পড়ে। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 


বাজ পড়ে মৃত্যু ব্যক্তির-


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অশোক বাগ। গতকাল তিনি নিজের জমিতে কাজ করছিলেন। বছর ষাটের ওই ব্যক্তি নিজের জমিতে ধানের বীজ পোঁতার কাজ করছিলেন। কিন্তু সন্ধ্যার পর তুমুল বৃষ্টি নামে এলাকায়। রাতে যখন বৃষ্টি থাকে, তখন ওই ব্যক্তি তাঁর জমির অতিরিক্ত নালা কেটে মাঠের জল বের করে দেওয়ার জন্য মাঠে যান। কাজ সেরে মাঠ থেকে ফেরার সময় আচমকাই ফের বাজ পড়ে। বজ্রাঘাতে বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর তাঁকে উদ্ধার করে স্থানীয় জগৎবল্লভপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।


আরও পড়ুন - Howrah News: শিশুদের সাঁতার শেখানোর জায়গায় জলের গভীরতা কতটা ছিল? হাওড়ায় বালকের মৃত্যুতে উঠছে প্রশ্ন


প্রসঙ্গত, সম্প্রতি দিঘায় সমুদ্রে স্নান করতে গিয়ে মৃত্য়ু। জানা গিয়েছে যে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ২ পর্যটকের। তাঁদের মধ্যে একজনের নাম সুগম পাল। তাঁর বয়স ২৪ বছর। তিনি হালিশহর পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দ্বিতীয় ব্যক্তির নাম শুভজিৎ পাল। তাঁর বয়স ২৫ বছর। তিনি কল্যাণীর বাসিন্দা। এই দু জনের সঙ্গে ছিলেন সুগম পালের স্ত্রী তিয়াসা পালও। যদিও তিনি গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কয়েকদিন আগে বর্ধমানের ভাতারে গরু চড়াতে গেছিলেন এক বৃদ্ধ, তখনই বজ্রাঘাতে মৃত্যু হয় তার।