সুনীত হালদার, হাওড়া  : তাঁরা ভাবেনওনি এভাবে সর্বস্বান্ত হতে হবে। তাঁরা ভাবতেও পারেননি, মঙ্গলবার সন্ধেয় এমনটা ঘটে যেতে পারে হাওড়া স্টেশনের মতো জমজমাট এলাকায়। সাহায্যের নামে এভাবে যে ঠকাতে পারে মানুষ, তা ভাবনারও অতীত ওই দম্পতির কাছে। 


কীভাবে ঘটনাটি ঘটে: 
মঙ্গলবার রাতের ঘটনা। রাত তখন ৯টা । হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামেন এক বৃদ্ধ দম্পতি। জনবহুল স্টেশন। চারিদিকে সিসিটিভির নজরদারি। সুরক্ষার বেড়াজাল। এরই মধ্যে এত বড় ঘটনা ঘটে যেতে পারে ভাবেননি তাঁরা। ভারী মালপত্র নিয়ে দাঁড়িয়েছিলেন তাঁরা। সাহায্যের নামে  বয়স্ক দম্পতির সর্বস্ব লুঠ করে নেয় তারা।


কীভাবে চোখে ধুলো দিল যুবকরা : 
রেল সূত্রে খবর,  ট্রেনটি ১৩ নম্বর প্লাটফর্মে ঢোকার পর ওই দুজন যখন স্টেশন থেকে বেরোনোর চেষ্টা করছিলেন সেই সময় তিন চারজন যুবক প্লাটফর্মে তাদের ঘিরে ধরে বলে অভিযোগ।  সাহায্য করার নামে তাদের টেনে নিয়ে স্টেশনের বাইরে আসে। এরপর দুষ্কৃতীরা তাদের ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। ব্যাগে নগদ কুড়ি হাজার টাকা এবং বেশ কিছু সোনার গয়না ছিল বলে জানিয়েছেন ওই দম্পতি।


কী কী খোয়া গিয়েছে : 
দম্পতির অভিযোগ, ওই ব্যাগে নগদ টাকা ও সোনার গয়না ছিল। যা সমবই খোয়া গিয়েছে বলে অভিযোগ। রাতেই হাওড়া জিআরপি-তে অভিযোগ দায়ের হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। 

আরও পড়ুন :


এই রাশির জাতক জাতিকারা অফিসের কাজে বাহবা পেতে পারেন, জানুন আপনার রাশিফল



আজ সকালের আরও গুরুত্বপূর্ণ খবর একনজরে 


১। হাঁসখালি গণধর্ষণ-খুনের মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। কোর্টের নজরদারিতে তদন্ত। ২ মের মধ্যে পেশ করতে হবে রিপোর্ট।
২। বার্নিং ঘাটে দাহ, ডেথ সার্টিফিকেট নেই! তথ্য-প্রমাণ লোপাট করা হয়েছে, এমন সন্দেহের তৈরি হয়। সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে মন্তব্য হাইকোর্টের। 
৩। অভিযুক্ত শাসকদলের প্রভাবশালী নেতার ছেলে, চোখ বন্ধ করে থাকতে পারে না আদালত। হাঁসখালিকাণ্ডে মন্তব্য হাইকোর্টের। কেস ডায়েরির তথ্য নিয়ে প্রশ্ন। 
৪। রাজ্য সরকারের সুপারিশ খারিজ। মাটিয়া-সহ ৪টি ধর্ষণ-তদন্তের নজরদারিতে দময়ন্তী সেনেই আস্থা হাইকোর্টের। ২০ এপ্রিল শুনানি। 
৫। হাঁসখালিকাণ্ডে মমতার উল্টো সুর মহুয়ার।
৬। হাঁসখালিকাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তকে প্রভাবিত করার অভিযোগ রাজ্যপালের। বেআইনি মনোভাব বলে মন্তব্য। আজ মুখ্যসচিবকে তলব।
৭। শুধু ট্যুইট করলে হবে না, এবার কিছু করুন। রাজ্যপালের ট্যুইটের পাল্টা রাজ্য বিজেপির মুখপাত্র! রাজভবনের সামনে হঠাৎ সজলের নেতৃত্বে বিক্ষোভ।
৭। ডিভিশন বেঞ্চে আপাতত স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের। এসএসসি দুর্নীতি মামলায় সিবিআইয়ের কাছে দিতে হচ্ছে না হাজিরা। আজ সকালে শুনানি। 
৮। পার্থকে গ্রেফতারও করতে পারবে সিবিআই। ভর্তি হতে পারবেন না উডবার্ন ওয়ার্ডে। নির্দেশ সিঙ্গল বেঞ্চের। ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ।