সুনীত হালদার, হাওড়া: ইভেন্ট ম্যানেজমেন্টের চাকরির টোপ দিয়ে বাড়িতে এনে সফট পর্নোগ্রাফিতে অভিনয় করার চাপের অভিযোগ। ডোমজুড়ের (Howrah News) ঘটনায় এখনও অধরা অভিযুক্ত আরিয়ান খান ও তাঁর মা শ্বেতা খান। এদিকে, এই আবহেই অভিযুক্ত শ্বেতা খানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁর প্রাক্তন স্বামী।

কী অভিযোগ? 

ইভেন্ট ম্যানেজমেন্টের আড়ালে সফট পর্ন তৈরির র‍্যাকেট? সঙ্গে মধুচক্রও? অভিযুক্ত মা-ছেলে। হাওড়ার ডোমজুড়ে এই ভয়ঙ্কর অভিযোগ সামনে আসার পর থেকে তোলপাড় পড়ে গেছে। অভিযোগ সফট পর্ন ছবিতে অভিনয়ে রাজি না হওয়ায় ডোমজুড়ের বাড়িতে আটতে রেখে, অকথ্য অত্যাচার করা হয় উত্তর ২৪ পরগনার খড়দার তরুণীর ওপর। তিনি পালিয়ে আসার পরই এই ভয়ঙ্কর অভিযোগ সামনে আসে। কিন্তু অভিযুক্ত আরিয়ান খান ও তাঁর মা শ্বেতা এখনও অধরা। আর এই আবহেই অভিযুক্ত শ্বেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তাঁর প্রাক্তন স্বামী মহম্মদ সৈয়দ মোরসেলিম। তিনি বলেন, "ফোনে এর সাথে, ওর সাথে কথা, মোটামুটি নোংরামো। প্রচুর ছেলের সঙ্গে ওঠাবসা করত। তা আমাকে ধরা দিত না। আমি হাট-ফাট করে এসে দেখছি, অন্য সব ছেলেরা সব বসে রয়েছে।''

অভিযোগ, ডোমজুড়ের এই বাড়িতেই ৫ মাস ধরে খড়দার তরুণীকে আটকে রেখেছিলেন শ্বেতা খান ও তাঁর ছেলে। ইভেন্ট ম্য়ানেজমেন্টে কাজ দেওয়ার টোপ দিয়ে তাঁকে সফট পর্নে অভিনয় করার জন্য় অত্য়াচার করা হত বলে অভিযোগ। অভিযুক্ত শ্বেতা খানের প্রাক্তন স্বামীর দাবি, বিবাহ বহির্ভূত নানা সম্পর্কে যুক্ত ছিলেন শ্বেতা। ছেলের কুকর্তীর জন্য়ও মাকেই দায়ী করছেন বাবা। মহম্মদ সৈয়দ মোরসেলিম বলেন, "ছোটোবেলায় আমার ছেলে ভাল ছিল। ওই শয়তানের সঙ্গে পড়ে শয়তানের দিকে করে নিয়ে উল্টোপাল্টা কাজ করাত হয়তো।'' বর্তমানে সাগরদত্ত মেডিক্যাল কলেজে ভর্তি ওই তরুণী। সোমবার, তরুণীকে দেখতে হাসপাতালে যান সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা।

এদিকে, কখনও মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে। তো কখনও আবার ডোমজুড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও এক ফ্রেমে দেখা গিয়েছে ডোমজুড় কাণ্ডে অভিযুক্ত আরিয়ান খানের মা শ্বেতা খানকে। সোশাল মিডিয়ায় নিজেকে তৃণমূলের কর্মী হিসেবে দাবি করা শ্বেতার প্রোফাইল জুড়ে। আর এখানেই প্রশ্ন উঠছে তবে কি অভিযুক্ত ফুলটুসি ওরফে শ্বেতার সঙ্গে কি তৃণমূলের কোনও সম্পর্ক ছিল? যদিও সেসব দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল।