সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howrh) বাঁকরা মন্ডলপাড়া এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Clash) এবং মারামারি। জখম কয়েকজন। বাঁকড়া এক নম্বর পঞ্চায়েত প্রধান আখতার হোসেন মোল্লা ও পঞ্চায়েত সদস্য আব্দুল সামাদ গোষ্ঠীর মধ্যে ঝামেলা। এলাকায় বিশাল পুলিশবাহিনী। আটক (Deatin) কয়েকজন। 


পুরসভার চেয়ারম্য়ানের বিরুদ্ধে সরব দলের কাউন্সিলররা


 গত বছরের শেষ থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের একাধিক উদাহরণ রয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি, খড়গপুর, মেদিনীপুরের পর পূর্ব বর্ধমানের কালনায় গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসে। শাসকদলের নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করেন সেসময় তৃণমূলেরই (TMC) কাউন্সিলররা। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্য়ানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন দলের কাউন্সিলররা।


'আমরা কেউ দলের বিরুদ্ধে না'


কাউন্সিলররা অভিযোগ তুলেছিলেন সেসময়, ক্ষমতার অপব্যবহার করছেন পুর চেয়ারম্যান আনন্দ দত্ত। স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে পুরসভা পরিচালনা করা হচ্ছে। বিক্ষুব্ধদের অন্যতম তথা কালনা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীল চৌধুরী বলেছিলেন, 'প্রায় ৯ মাস-১০ মাস কালনা পুরসভার কোনও উন্নতি হচ্ছে না। চেয়ারম্য়ান সহযোগিতা করছেন না। আমরা কেউ দলের বিরুদ্ধে না। আমরা চেয়ারম্য়ানের বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে কাজ করছেন। দলকে আগেও জানিয়েছি। কোনও ব্য়বস্থা নেয়নি। ইমিডিয়েট ওকে সরানো হোক।'


'গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় গুলিবর্ষণ'


বাইশ সালের সেপ্টেম্বরে আরও একটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে আসে। তবে এই ঘটনা আরও একধাপ এগিয়ে যায়। গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় গুলিবর্ষণের ঘটনা পর্যন্ত ঘটে। তৃণমূলের ২ নেতার অনুগামীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার কামারহাটি। পুলিশ সূত্রে খবর, দু’পক্ষের ৪ জন আহত হয়েছিলেন। সেসময় আহতদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কামারহাটি ESI হাসপাতালে ভর্তি করা হয়। তবে দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছিল, যদিও কামারহাটি থানা  সেই অভিযোগ স্বীকার করেনি।


আরও পড়ুন, আজ পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ?


এলাকা দখল ও তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করেই উত্তেজনা


এলাকা দখল ও তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করেই উত্তেজনা মূলত ছড়িয়েছিল উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। দলের এক নেতার অনুগামীদের বিরুদ্ধেই তোলাবাজি ও হামলার অভিযোগ তুলেছিলেন তৃণমূল কাউন্সিলর। সংঘর্ষে জখম হন দলের কয়েকজন কর্মীও। কামারহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিযোগ, গুড্ডু নামে আরেক তৃণমূল কর্মীর অনুগামীরা এলাকায় তোলাবাজি করে। যাকে কেন্দ্র করে ক্রিক স্ট্রিটে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী।