সুনীত হালদার, হাওড়া: মেরামতির জন্য আগামী ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি (Santragachi Bridge) ব্রিজে  নিয়ন্ত্রণ করা হবে যানচলাচল।  আজ এনিয়ে  হাওড়া পুলিশ কমিশনার অফিসে বিশেষ বৈঠক হয়। জানা গিয়েছে, রাত ১১ থেকে ভোর ৫ টা অবধি সম্পূর্ণ বন্ধ। ভোর ৫ থেকে রাত ১১ টা একমুখী লেন খোলা। প্রথম কাজ শুরু হবে কলকাতামুখী লেনে। নভেম্বরের মাঝ থেকে গোটা ডিসেম্বর। প্রায় দেড় মাস ভোগান্তির আশঙ্কা।


রাত ১১ থেকে ভোর ৫ টা সম্পূর্ণ বন্ধ 


এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রভীন ত্রিপাঠি সহ ট্রাফিকের উচ্চ পদস্থ আধিকারিকরা।এছাড়া ছিলেন কলকাতা পুলিশের লালবাজার ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকরা ও পি ডব্লিউ ডি র ইঞ্জিনিয়াররা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাত ১১ থেকে ভোর ৫ টা সম্পূর্ণ বন্ধ। ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত সাঁতরাগাছি ব্রিজের কলকাতামুখী লেন সম্পূর্ণ বন্ধ থাকবে। অন্যলেন দিয়ে হবে যানচলাচল।। প্রথম কাজ শুরু হবে কলকাতামুখী লেনে। নভেম্বরের মাঝ থেকে গোটা ডিসেম্বর। প্রায় দেড় মাস ভোগান্তির আশঙ্কা রয়েছে বলে খবর।


মালবাহী গাড়ি কলকাতায় ঢুকতে চাইলে কী করবেন ?


 যে কদিন ব্রিজে  মেরামতির কাজ চলবে সেকদিন কোনো মালবাহী গাড়ি চলতে দেওয়া হবে না ব্রিজের ওপর দিয়ে।মালবাহী গাড়ি রাত দশটার পর কোলকাতার দিক থেকে আসতে পারবে।দ্বিতীয় সেতুর টোল প্লাজা পেরিয়ে আন্দুল রোড দিয়ে জাতীয় সড়কে যেতে পারবেন।অন্যদিকে মালবাহী গাড়ি কলকাতায় ঢুকতে চাইলে, রাত দশটার পর নিবেদিতা সেতু হয়ে যেতে পারবে।ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে ,এখনও নোটিফিকেশন না হলেও ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম মেনে ট্রাফিক মুভমেন্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আরও পড়ুন, কেন্দ্রের জল প্রকল্পে 'স্বজনপোষণে'-র অভিযোগ, 'শাসক দল'-কে নিশানা শুভেন্দুর


সাঁতরাগাছি ব্রিজের কলকাতামুখী ২১ টি একপানশন জয়েন্ট খারাপ 


সাঁতরাগাছি ব্রিজের কলকাতামুখী ২১ টি একপানশন জয়েন্ট খারাপ হয়ে গিয়েছে।সেগুলো ঠিক করা হবে। এরআগে ২০১৬ সালে ব্রিজে  অন্য লেনের একপানশন জয়েন্ট সরানো হলেও কলকাতামুখী লেনের কাজ হয়নি। ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় সত্তর হাজার গাড়ি চলাচল করে।যারফলে ব্রিজের স্বাস্থ্য ঠিক রাখতে পরীক্ষা করে দেখা যায় একপানশন জয়েন্ট ঠিক না করলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।তাই ব্রিজ মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।