কলকাতা: গরু, কয়লা, চাকরির পর এবার জল-দুর্নীতির অভিযোগ (Scam)। ‘টেন্ডার’ দুর্নীতি নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কেন্দ্রের জল প্রকল্পে স্বজনপোষণের অভিযোগে শাসক দলকে (TMC) নিশানা। ‘ফেরুল প্রকল্পে কয়েক’শ কোটি টাকার দুর্নীতি হয়েছে। দুর্নীতিতে সরাসরি জড়িত পুলক রায়। টুজি, কমনওয়েলথ-এর মতো বড় দুর্নীতি। ১ হাজার ৮৬ কোটি টাকার দুর্নীতি হয়েছে।কেন্দ্রের জল স্বপ্ন প্রকল্পের নাম বদলে জল জীবন প্রকল্প করা হয়েছে’, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। 


 চাকরির পর এবার জল-দুর্নীতির অভিযোগ, ‘টেন্ডার’ দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু


প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে, কেন্দ্রীয় জল প্রকল্পকে হাতিয়ার বানিয়ে, বাংলার জনসভায় ডবল ইঞ্জিনের সরকারের প্রচারে নেমেছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি একাধিকবার কৃষাণ ইস্যু, কেন্দ্রীয় আবাস যোজনা নিয়েও সরব ছিল বিজেপির সভা। তবে ভোটে হারার পর, নতুন করে রাজ্যকে একের পর এক দুর্নীতিকাণ্ডে তোপ দেগে চলেছেন শুভেন্দু অধিকারী। তার মধ্যে ফোকাসে গরুপাচার, কয়লাপাচার কাণ্ড এবং অন্যতম এসএসসি দুর্নীতি।


'কেষ্টা একা খায়নি, কালীঘাটে টাকা গেছে', বললেন শুভেন্দু অধিকারী


তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েই কয়লাকাণ্ডে 'পিসি-ভাইপো' বলে তোপ দাগেন তিনি। সেসময় তখনও গ্রেফতার হননি, পার্থ-অনুব্রত। তবে   সম্প্রতি গরুপাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এসএসসি দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে কয়লাপাচার মামলায় অভিষেককে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এমনই দিনে টুইটে ভিডিও আপলোড করেন তিনি। বীরভূমের একসভায় শুভেন্দু অধিকারী বলেন,  'কেষ্টা একা খায়নি, কালীঘাটে টাকা গেছে।'


আরও পড়ুন, 'আন্দোলনকারীকে কনস্টেবলের কামড়, কলঙ্কিত করেছে পুলিশকে', মন্তব্য সৌগত রায়ের


শুভেন্দু বলেন, বলেন, 'বালি চুরি কোথায় বেশি হয়, তার নাম বীরভূম। কয়লাচুরি কোথায় বেশি হয়, আসানসোল, পুরুলিয়ার সঙ্গে পাল্লা দিয়ে, তার নাম হল বীরভূম। পাথর চুরি কোথায় হয়, তার নাম হল বীরভূম। বেআইনি টোল ট্য়াক্স বসিয়ে কোটি কোটি টাকা প্রত্যেকদিন লুঠ কোথায় হয়, তার নাম হল বীরভূম। ১০০ দিনের টাকা মারা থেকে গরুপাচার, সবকিছুর দুর্নীতির জায়গা এই বীরভূমকে পরিণত করছেন কে, করেছেন অনুব্রত মণ্ডল, আর সাথীবৃন্দ। কেষ্টা একা খায়নি, কলকাতা পাঠিয়েছে, কালীঘাটে গিয়েছে।'