পার্থপ্রতিম ঘোষ, হাওড়া: ফের বিতর্ক 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবি ঘিরে। এই ছবির প্রদর্শন নিয়ে সোশাল মিডিয়ায় ‘ভুল তথ্য পরিবেশন’ (false information) করার অভিযোগ উঠল। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার (arrested) করা হল অজিত ভার্মা নামে এক যুবককে।
'দ্য কাশ্মীর ফাইলস' ছবি নিয়ে 'ভুল তথ্য পরিবেশন' করার অভিযোগে হাওড়া থেকে গ্রেফতার করা হল অজিত ভার্মাকে। অভিযোগ এই ছবি প্রদর্শনী নিয়ে ‘হল মালিককে হুমকি, দর্শকদের মধ্যে ভীতি প্রদর্শন’ করা হয় বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেন ওই যুবক। তবে পুলিশের দাবি এমন কোনও ঘটনা ঘটেনি।
হাওড়া থেকে অজিত ভার্মাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, এই ব্যক্তি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। সেই পোস্টে উল্লেখ করা হয় যে, বেহালার একটি সিনেমা হলে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি প্রদর্শনের সময় হল মালিককে 'কেন এই ছবির প্রদর্শন' হচ্ছে সেই নিয়ে কেউ বা কারা হুমকি দেয়। এছাড়াও ওই ব্যক্তি পোস্টে দাবি করেন যাঁরা সেই সময়ে প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন তাঁদেরকেও ভয় দেখানো হয়। সোশ্যাল মিডিয়ায় তিনি এই পোস্ট করেন।
আরও পড়ুন: Sonam Kapoor Pregnancy: বাড়িতে আসছে নতুন সদস্য! মা হতে চলেছেন সোনম কপূর
এরপর পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে। তারপর লালবাজারের তরফ থেকে বলা হয় যে এটি সম্পূর্ণ ভুয়ো পোস্ট। একইসঙ্গে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ঘোষণা করা হয়। এরপর ওই অভিযোগের ভিত্তিতেই গতকাল হাওড়া থেকে অজিত ভার্মাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর ওই ব্যক্তি জানান যে তার এক বন্ধু গোটা ঘটনার বর্ণনা দিয়েছিলেন তাকে, আর সেই ভিত্তিতেই পোস্ট করেন তিনি। ঘটনা আরও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।
১১ মার্চ মুক্তির পর থেকেই সব মহলে ঝড় তুলেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস'। বক্স অফিসেও একের পর এক রেকর্ড ভাঙছে এই ছবি। দ্বিতীয় শনিবারেও প্রচুর দর্শক প্রেক্ষাগৃহে টানতে পেরেছে এই ছবি। নবম দিনে সর্বোচ্চ দৈনিক ব্যবসা করেছে এই ছবি। এছাড়া দেশের বিভিন্ন রাজ্যে যেমন হরিয়ানা, উত্তর প্রদেশ, ত্রিপুরা, গোয়া, উত্তরাখণ্ডে ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।