দীপক ঘোষ, সৌভিক মজুমদার ও সুদীপ্ত আচার্য, হাওড়া: হাই প্রোফাইল সালকিয়া (Salkia) হোমকাণ্ডে (Home) শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনায় তৃণমূল (TMC) ও রাজ্য সরকারকে সরাসরি দায়ী করে আসরে নেমেছে বিরোধী শিবির (Opponent Party)। যদিও আইন আইনের পথেই চলবে বলে জানিয়েছে তৃণমূল (TMC)। এ দিকে, একের পর এক হোমে শিশু নির্যাতনের অভিযোগে বাড়ছে উদ্বেগ।


যত কাণ্ড হাওড়ার হোমে (Howrah Home)। যাতে লেগেছে রাজনীতির রং। হাওড়ায় হোমকাণ্ডে রাজনীতি (Politics)। শাসক-বিরোধী চাপানউতোর তুঙ্গে। সালকিয়ার যে হোমে শিশুদের যৌন (Child Abuse) নির্যাতনের অভিযোগ উঠেছে, সেটি হাওড়া পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র ও তৃণমূল নেত্রী মিনতি অধিকারীর পুত্রবধূ গীতশ্রী অধিকারীর। 


আর হোমকাণ্ডে গীতশ্রী-সহ ১০ জন গ্রেফতার হতেই, এ নিয়ে আসরে নেমেছে বিজেপি (BJP)। বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Mazumdar) কথায়, হাইকোর্টের তত্ত্বাবধানে উচ্চপর্যায়ের তদন্ত চাই। 


এই প্রসঙ্গেই অতীতের উদাহরণ টেনে এনে রাজ্য সরকারের (West Bengal Government) ভূমিকায় প্রশ্ন তুলেছে বামেরা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছেন, কতদূর ব্যবস্থা নেওয়া যাবে তা সময় বলবে, বাদুড়িয়াকাণ্ডে পর কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee), তার রিপোর্ট। হোমকাণ্ডে তুঙ্গে শাসক-বিরোধী চাপানউতোর। কিন্তু, নবান্নের খুব কাছেই, দিনের পর দিন ধরে এমন কাণ্ড কীভাবে ঘটল? সেই প্রশ্নও কিন্তু উঠছে বিভিন্ন মহলে।


রাজ্য পুলিশের (State Police) প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কথায়, নবান্নের নাকের ডগায় কীভাবে ঘটনা, দায় সমাজকল্যাণ দফতরের, পুলিশের ভূমিকা ভাল। হুগলির গুড়াপ (Gurap), জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে হাওড়ার সালকিয়া। রাজ্যের বিভিন্ন হোমে শিশু নির্যাতনের অভিযোগ। কিন্তু কেন এই অসুখে রাশ টানা যাচ্ছে না?


সমাজতত্ত্ববিদ শুচিস্মিতা পাল রায়ের কথায়, আরও বেশি অর্থ চাই এই মানসিকতা থেকে কাজ, হোমের উপর নজরদারি চালাতে হবে। হোমগুলির কর্মকাণ্ড নিয়ে নজরদারি বাড়ানোর দাবি এর আগেও উঠেছে। তা সত্ত্বেও ছবিটা না বদলানোয় প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন।