কলকাতা: এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, পশু রাজ্যে বুদ্ধিমান প্রাণীগুলির মধ্যে অন্যতম হাতি। আর গজরাজের বুদ্ধির প্রমাণ বিভিন্ন সময়েই পাওয়া গিয়েছে। আর ইন্টারনেটেও এ ব্যাপারে ছবি ও ভিডিও মাঝেমধ্যেই সামনে এসেছে। এরইমধ্যে আরও একটি ভিডিও সামনে এসেছে। ওই ভিডিওতে একটি লোহার বেড়া টপকাতে দেখা গিয়েছে একটি হাতিকে। জঙ্গলেই হাতির যাতায়াতের পথে এই বেড়া। সেই বেড়া হাতির টপকে যাওয়ার ভিডিও সোশাল মিডিয়ায় সামনে আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। হাতির এই কীর্তি দেখে নেটিজেনদের একাংশ বিস্ময় চেপে রাখতে পারেননি। আর হাতির যাতায়াতের পথে এভাবে বেড়া তুলে দেওয়ায় ক্ষোভও গোপন রাখেননি নেটিজেনরা। কমেন্টস সেকশনে এ ব্যাপারে তাঁদের ভুরি ভুরি প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
তামিলনাড়ুর পরিবেশ জলবায়ু পরিবর্তন ও বনবিভাগের সচিব সুপ্রিয়া সাহু এই ভিডিও শেয়ার করেছেন ইন্টারনেটে। সেই ভিডিওতে জঙ্গলের মাঝে একটি বেড়া পার হতে দেখা যাচ্ছে হাতিকে। অত্যন্ত দক্ষতার সঙ্গে উঁচু বেড়া টপকে নিজের গন্তব্যের দিকে রওনা দেয় হাতিটি।
ভিডিওটির ইতিমধ্যে প্রায় দুই লক্ষ ভিউ হয়েছে। দর্শকদের অনেকেই হাতির এ ধরনের বুদ্ধিমত্তা অবাক হয়ে গিয়েছেন। আবার কেউ কেউ দুর্ঘটনার আশঙ্কা করেছেন।তাঁরা জঙ্গলে হাতিদের হাঁটাচলার পথে এ ভাবে বেড়া তৈরি করে রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা অবিলম্বে দুর্ঘটনা এড়াতে এ ধরনের বেড়া তুলে দেওয়ার কথা বলেছেন।
বিভিন্ন প্রতিবেদন অনুসারে, এ ধরনের বেড়া টপকে যাওয়ার চেষ্টায় আটকে পড়ে বেশ কিছু হাতির মৃত্যুর খবর সামনে এসেছে।
উল্লেখ্য, ইন্টারনেটে মাঝেমধ্যেই বন্যপ্রাণী জগতের নানান ছবি ও ভিডিও সামনে আসে। যা খুব সহজেই নেটিজেনদের নজর কেড়ে নেয়। কয়েকদিন আগে মহারাষ্ট্রের জঙ্গলের একটি ছবি সামনে এসেছিল। ওই ছবিতে একটি গাছের গোড়া জড়িয়ে তিনটি কেউটে সাপকে ফনা তুলে থাকতে দেখা গিয়েছিল। ওই তিনটি সাপকে উদ্ধার করে ওই জঙ্গলে ছাড়া হয়েছিল। তিন বিষধর সাপের ফনা তুবে রাখার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।