সুনীত হালদার (উলুবেড়িয়া), হাওড়া:  সপ্তমীতে পুজোর আনন্দে মেতেছে সারা বাংলা। উৎসবের এই আবহেই বিষাদের সুর। নবপত্রিকা স্নান করাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক পুরোহিতের । উলুবেড়িয়ার রাঙামাটি জেটি ঘাটে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।


জানা গেছে, আজ সকালে এলাকার এক পুরোহিত সমর চক্রবর্তী(৪৫) স্থানীয় বড়গাছিয়া নবোদয় ক্লাবের পুজোর নবপত্রিকা স্নান করাতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন পাড়ার লোকজন। গঙ্গায় ঘট ডোবাতে গিয়ে তিনি হঠাৎ পা পিছলে পড়ে যান ওই পুরোহিত। জলে ডুবে যান তিনি। তা দেখে সঙ্গে সঙ্গে বাকিরা তৎপর হয়ে ওঠেন।  ডুবে যাওয়ার সময় অন্যান্যরা তাকে কোনও মতে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে অচেতন হয়ে পড়েন ওই পুরোহিত।  তাঁকে চিকিৎসার জন্য  নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এলাকার এই পুরোহিতের মৃত্যুতে গোটা এলাকা শোকস্তব্ধ। পুজোর আনন্দে বদলে এলাকায় বিষাদের সুর।


Durga Puja 2021: নেই ঘরের ছেলে, অনাড়ম্বরেই মিরিটির মুখোপাধ্যায় বাড়িতে জাঁকজমকহীন দেবীর বোধন


কিছুদিন আগে ঘাটালে বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছিল এক পুরোহিতের। কিছুদিন আগেই ঘাটালে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল। এরইমধ্যে বিশ্বকর্মা পুজো সেরে ফেরার পথে অন্ধকারে জলে ভেসে গিয়েছিলেন ওই পুরোহিত। স্ত্রী ও ছেলের সঙ্গে পুজো সেরে ফেরার পথে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বন্যা পরিস্থিতি  ফেরার পথে বিভিন্ন জায়গায় জমে ছিল জল। আচমকা ওই পুরোহিত পা পিছলে জলে ভেসে যান। ততক্ষণে অন্ধকার নেমে এসেছিল। ওই ব্যক্তি জলের টানে কোথায় ভেসে গিয়েছেন তা ঠাহর করতেই সমস্যায় পড়েন তাঁর ছেলে। অনেক খোঁজাখুজির পর কোনওক্রমে ছেলে বাবার হদিশ পান। জল থেকে তুলে ডাঙায় নিয়ে আসেন বাবাকে।  কিন্তু বৃদ্ধ ওই পুরোহিত ততক্ষণে  অচৈতন্য হয়ে পড়েছিলেন। সেখান থেকে তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা ওই পুরোহিতকে মৃত ঘোষণা করেছিলেন। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছিল বিষাদের ছায়া।