সুনীত হালদার, হাওড়া:  রেল কর্তৃপক্ষের গাফিলতিতে মৃত্যু এক ব্যক্তির। এমনটাই অভিযোগ তুলছেন রেল যাত্রীরা। সোমবার সন্ধ্যায় আমতা থেকে হাওড়া যাওয়ার সময় আমতা হাওড়া লোকাল ট্রেন ডাসী স্টেশনে ঢোকার সময় এক যাত্রী পোস্টে ধাক্কা খেয়ে লাইন ধারে ছিটকে পড়েন।               


রেল যাত্রীদের অভিযোগ দীর্ঘক্ষণ রেল লাইনের পাশে পড়ে থাকার পরেও কোন রকম সাহায্য পাননি ওই ব্যক্তি। তারপরে সাতটা পাঁচ নাগাদ হাওড়ার দিক থেকে আমতার দিকে যাওয়ার সময় একটি লোকাল ট্রেন ডাসী স্টেশনে দাঁড়ায়। সেই ট্রেনের যাত্রীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ট্রেনে করে বড়গাছিয়া স্টেশনে নিয়ে আসে।  সেখানে ট্রেন প্রায় কুড়ি মিনিট দাঁড়ায় । সেখানেও কোনরকম রেল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে সাহায্য করেনি। 


তারপরেই রেল যাত্রীরা বড়গাছিয়া স্টেশন চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। স্টেশন মাস্টারকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন। রেল যাত্রীদের দাবি সঠিক সময়ে রেল কর্তৃপক্ষ যদি ওই ব্যক্তিকে সাহায্য করতেন তাহলে হয়তো ওই ব্যক্তি প্রাণে বেঁচে যেতেন।                                                           


ঘটনাস্থলে ওই ব্যক্তির পরিবার পৌঁছয় এবং স্টেশন মাস্টারকে ঘিরেও বিক্ষোভ দেখান এই ঘটনার পরে স্টেশন মাস্টার তার ভুল স্বীকার করেন। ওই ব্যক্তির পরিবার স্টেশন মাস্টারের কাছে আমতা থেকে পুনরায় মৃত দেহটি বড়গাছিয়া স্টেশনে আনার আর্জি জানান।


আরও পড়ুন, 'এখানে কাজ করছে না, প্রাইভেট হাসপাতালে গিয়ে কাজ করছে', বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর


কিছুদিন আগে রেললাইনে গ্যাস সিলিন্ডার রেখে ট্রেন ওড়ানোর চেষ্টা হয় উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের কানপুরে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। নেপথ্যে অন্তর্ঘাত দেখছে রেল কর্তৃপক্ষ। প্রয়াগরাজ থেকে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি যাচ্ছিল কালিন্দী এক্সপ্রেস।রেল সূত্রে খবর, কানপুরের শিবরাজপুরের কাছে রেললাইনের ওপর রাখা ছিল রান্নার গ্যাসের সিলিন্ডার। চালকের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। রেললাইনের ওপর গ্যাস সিলিন্ডার রেখে দেওয়ার পিছনে অন্তর্ঘাত রয়েছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।  



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে