হাওড়া: পরিচ্ছন্নতা এবং সবুজায়নের (Environment Friendly Rail Station) মাপকাঠিতে দেশের অন্যতম সেরা রেল স্টেশন হিসেবে নির্বাচিত হল পূর্ব ভারতের গেটওয়ে, হাওড়া স্টেশন (Howrah Station)। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পরিবেশবান্ধব স্টেশন হিসেবে হাওড়া স্টেশনকে প্লাটিনাম রেটিংয়ের তকমা দিয়েছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল। এই বাবদে হাওড়া স্টেশন পেয়েছে ৮৩ পয়েন্ট। মাত্র ৫ মাসে এই সাফল্য, দাবি পূর্ব রেল কর্তৃপক্ষের।


প্রেক্ষাপট...
দেশের রেল স্টেশনগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে যৌথভাবে 'সবুজ স্টেশনের' শিরোপা দেওয়ার উদ্যোগ নিয়েছিল 'কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি' এবং 'ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল'। এই উদ্যোগকে বাস্তবায়িত করতে ভারতীয় রেলের 'এনভারমেন্ট ডাইরেক্টরেট' সহযোগিতা করে। ৫ বছর আগে, ২০১৮ সালে প্রথম বার, হাওড়া স্টেশন সবুজায়নের জন্য 'সিলভার' রেটিং পায়। ২০২১ সাল পর্যন্ত সেই রেটিংয়ে হেরফের হয়নি। গত বছর, অর্থাৎ, ২০২৩ সালের জুন মাসে গোল্ড রেটিং পেয়েছিল স্টেশনটি। এরপরই নড়েচড়ে বসেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার। স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবুজায়নের ওপর সমান গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নোংরা জল, আবর্জনা এবং বর্জ্য পদার্থ নিষ্কাশনের পাশাপাশি নিউ ক্যাব-রোডের দু'পাশে বিভিন্ন প্রজাতির গাছপালা দিয়ে সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়। এতেই স্টেশন চত্বরের পরিচ্ছন্নতা বাড়ে, সবুজায়নের নিরিখে আরও কিছুটা এগিয়ে যায় এটি। এর পর আর, রেটিংয়ের সর্বোচ্চ নম্বর পেতে দেরি হয়নি। কৌশিক মিত্র আরও জানিয়েছেন, আগামী দিনেও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে যাত্রী স্বাচ্ছন্দের পাশাপাশি স্টেশন চত্বরের সৌন্দর্য বাড়ানোর দিকেও নজর দেওয়া হবে।


কেন এই রেটিং ব্যবস্থা?
রেল স্টেশনের প্রত্যেক দিনের কার্যকলাপ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, সব কিছুর যে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পরিবেশের উপর পড়ে, তা যাতে অন্তত কিছুটা কমানো যায়, সেটিই এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। রেল স্টেশন চত্বরের আশপাশে সবুজের মেলা যত বাড়বে, তত এই ধরনের সমস্যা বেশি করে মোকাবিলা সম্ভব হবে। এই ভাবনা থেকেই 'CII-IGBC'-র এই রেটিং। এর ফলে পরিচ্ছন্নতা ও সবুজায়নের নিরিখে প্রত্যেকটি রেল স্টেশন ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে, তাদের কতটা কাজ করতে হবে, সব কিছু বোঝা সম্ভব হবে। ভাবনা যে পুরোপুরি অমূলক নয়, সেটা বুঝিয়ে দিল হাওয়া স্টেশন। 


আরও পড়ুন:উত্তরে বৃষ্টির চোখরাঙানি, পাহাড় দেখতে পারে তুষারপাত