সুনীত হালদার, হাওড়া: গত রবিবার থেকে প্রবল বর্ষণের জেরে জলমগ্ন হাওড়া শহর এলাকার একাধিক ওয়ার্ড। সোমবার দিনের বেলায় এবং রাতে দফায় দফায় বৃষ্টির ফলে অনেক এলাকায় জল নামার আগেই জলস্তর বেড়ে যায়। হাওড়া পুরসভা সূত্রে খবর কমপক্ষে ত্রিশটা ওয়ার্ডে জল দাঁড়িয়ে আছে। কোথাও হাঁটু সমান জল বা কোথাও তার বেশি জল জমে আছে। টিকিয়াপাড়া, পঞ্চাননতলা, সালকিয়া, লিলুয়া, বেলগাছিয়া সহ বিভিন্ন এলাকায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। অন্যদিনের তুলনায় রাস্তাঘাটে কম গাড়ি যাতায়াত করছে। হাওড়া পুরসভা থেকে দাবি করা হচ্ছে পাম্প হাউসগুলো চালানোর পাশাপাশি অতিরিক্ত পাম্প চালিয়ে জল নামিয়ে দেওয়ার চেষ্টা চলছে।


গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টির পরিমাণ কমবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নাগাড়ে বৃষ্টিতে উত্তর কলকাতার অধিকাংশ এলাকা এখনও জলমগ্ন। টালা অঞ্চলের রাস্তা কার্যত জলের তলায়। আর এই জল পেরিয়েই রাস্তায় বের হতে হচ্ছে মানুষকে। দুর্ভোগে সাধারণ মানুষ। এদিকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশে জল জমে রয়েছে। তবে বৃষ্টি খুব বেশি না হলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা যাচ্ছে।


গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। একনাগাড়ে বৃষ্টির জেরে চিনার পার্কের মতো গুরুত্বপূর্ণ রাস্তা এখনও জলমগ্ন। তার মধ্যে দিয়েই গাড়ি, বাস, সাইকেল চলছে। চরম দুর্ভোগে পড়েছেন অফিসযাত্রীরা। চিনার পার্কের ক্রসিং কার্যত নদীর চেহারা নিয়েছে। এদিকে, আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টির পরিমাণ কমবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।


আরও পড়ুন: দেখে নিন আজ কোন কোন ট্রেন বাতিল, কোনটার সময়-বদল?