অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ভারী বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার টিকিয়াপাড়া কারশেড। সেই কারণে আজ একাধিক ট্রেন হাওড়া স্টেশনের পরিবর্তে শালিমার ও সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ছে। হাওড়া টিটাগড় স্পেশাল, হাওড়া-দিঘা স্পেশাল ট্রেনগুলি আজ ভোরে হাওড়া থেকে ছাড়েনি। 



জলমগ্ন অবস্থা কলকাতা স্টেশনের। কলকাতা স্টেশন থেকে কতকগুলি ট্রেন বাতিল করা হয়েছে। কলকাতা স্টেশন থেকেলালগোলা স্পেশ্যাল আপ ও ডাউন বাতিল করা হয়েছে। । কলকাতা- হলদিবাড়ি স্পেশ্যাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল কলকাতা স্টেশন থেকে বালুরঘাটগামী ট্রেনটিও।  

ছোট রুটে চালানো হচ্ছে কিছু ট্রেন। তার মধ্যে রয়েছে, সীতামারী কলকাতা স্পেশাল ট্রেন। এই ট্রেনটি কাঁকিনাড়া পর্যন্ত আসবে।  রাধিকাপুর কলকাতা আসবে বেলঘড়িয়া স্টেশন পর্যন্ত।  
দমদম পর্যন্ত আসবে গাজিপুর কলকাতা স্পেশাল ট্রেন। এছাড়া কলকাতা গোরখপুর স্পেশাল ট্রেন, কলকাতা স্টেশন নয়, শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে। 

এছাড়া কলকাতা থেকে জম্মু-তাওয়াই স্পেশ্যাল বেলা ১১.৪৫ এ ছাড়ার কথা ছিল, কিন্তু ছাড়বে বেলা ২.৪৫ মিনিটে। কলকাতা-অমৃতসর স্পেশ্যাল বেলা ১২.১০ এ ছাড়ার কথা ছিল, রওনা দেবে দুপুর ৩.২০ তে। সময় পরিবর্তন হয়েছে হাওড়া মালদা স্পেশ্যালেরও। দুপুর ৩.২৫ এর পরিবর্তে ছাড়বে বিকেল সাড়ে ৪টেয়। হাওড়া সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস স্পেশ্যাল হাওড়ার পরিবর্তে ছাড়বে শালিমার স্টেশন থেকে সকাল ৯.৩৫ মিনিটে। 


রেল সূত্রে খবর, সোমবার সারাদিন বন্ধ রইল চক্র রেল। কলকাতা স্টেশন থেকে দেরিতে ছেড়েছে বেশ কিছু ট্রেন।   টিকিয়াপাড়া কারশেডে জল জমার কারণে ১টি ট্রেন দেরিতে ছাড়ে।   
দমদম থেকে বিবাদীবাগ হয়ে মাঝেরহাট পর্যন্ত গঙ্গার পাড় ধরে চলে চক্ররেল। কিন্তু কিছু জায়গায় লাইন ডুবে যাওয়ায় এদিন চক্ররেল চলেনি। কলকাতা স্টেশনেও লাইনে জল দাঁড়িয়ে যায়।  


পূর্ব রেল সূত্রে খবর, এর জেরে কিছু ট্রেন দেরিতে ছাড়ে। লালগোলা প্যাসেঞ্জার সহ কয়েকটি ট্রেনকে কলকাতা স্টেশনে না এনে ঘুরপথে শিয়ালদা স্টেশনে আনা হয়। জল জমে হাওড়ার টিকিয়াপাড়া কারশেডেও।  যার জেরে হাওড়া-জব্বলপুর এক্সপ্রেস নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়ে।  বাকি ট্রেনগুলির গতি ছিল অনেক ধীর।  রেলের তরফে পাম্প চালিয়ে টিকিয়াপাড়া কারশেডের জমা জল সরানো হয়। 


তবে এদিন কলকাতা বিমানবন্দরে দুর্যোগের কোনও প্রভাব পড়েনি।  বিমানবন্দর সূত্রে খবর, বিমান ওঠানামা করেছে নির্দিষ্ট সময়েই।  টারমাকে কিছু জায়গায় জল জমলেও দ্রুত তা বের করে দেওয়া হয়েছে।