নয়াদিল্লি: একদিকে যখন মণিপুরের ঘটনা নিয়ে তোলপাড় দেশ, ঠিক তখনই ভোটের দিন বাংলাতেও মধ্যযুগীয় বর্বরতা অভিযোগ উঠল। প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বিজেপির মহিলা প্রার্থীকে বিবস্ত্র করে গ্রাম ঘোরানোর অভিযোগ। হাওড়ায় বুথে বিজেপি প্রার্থীর উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির মহিলা প্রার্থীকে বিবস্ত্র করে গ্রাম ঘোরানোর অভিযোগ তুলেছে বিজেপি।
একদিকে যখন কলকাতায় ২১ জুলাই-এর মঞ্চে বক্তব্য রাখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন অন্যদিকে দিল্লিতে সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়লেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এ দিন কাঁদতে কাঁদতেই একাধিক অভিযোগে সরব হন লকেট। বলেন, 'জেলা পরিষদের মহিলা প্রার্থীকে কাউন্টিং-এর সময়ে চুল টেনে বাইরে ফেলে দেওয়া হয়েছে। আমরা শুধু দেখেছি, কিছু করতে পারিনি, পুলিশদের বলেছে চলে যেতে। মুখ্যমন্ত্রী দেখলে বলবেন ওটা ছোটো ঘটনা। বিজেপির ৫৭ কর্মীর মৃত্যু হয়েছে। এত কিছুর পরও উনি বিবৃতি দিয়েছেন পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হয়েছে। ছোট ঘটনা ঘটেছে। আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? কেন্দ্রকে জানাই, রাজ্য কোনও সহায়তা করে না। কত মহিলা ক্যাম্পে এসেছে শিশু নিয়ে। আমতায় মহিলা কর্মীর ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে'।
পাশাপাশি এদিন আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, হুগলি, দুই ২৪ পরগনা-সহ একাধিক জেলায় সন্ত্রাসের উদাহরণ টেনেছেন লকেট। শুক্রবার সাংবাদিক বৈঠকে এক এক করে পঞ্চায়েতে ভোট লুঠ থেকে বিজেপিকর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে ধরেন তিনি। এদিন একাধিক ইস্যু সামনে তুলে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগও করেছেন লকেট। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে এদিন লকেটে মন্তব্য, 'যেখানে মহিলাদের সুরক্ষা দেওয়ার কথা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর, সেখানে মহিলাদের অত্যাচার, শিশু পাচারে এগিয়ে বাংলা। বিজেপির লোকেরা মার খাচ্ছেন, এফআইআর করা যায় না, অনেক কষ্টে অনলাইলে অভিযোগ দায়ের করতে হয়।