হাওড়া: সরকারি জমি দখলের অভিযোগ, তৃণমূল কাউন্সিলরের স্বামীর 'দাদাগিরি'! সরকারি জমিতে পাঁচিল দেওয়ার অভিযোগে মারধরের অভিযোগ। 
উলুবেড়িয়া শ্যামপুর রোডে PWD-র জায়গায় পাঁচিল দেওয়ার অভিযোগ। সরকারি জমিতে পাঁচিল দেওয়ার অভিযোগ, চড়াও তৃণমূল কাউন্সিলরের স্বামী। আহত ২জন হাসপাতালে, অভিযোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলরের স্বামীর।


গত বছর গজলডোবার সরকারি জমি দখলের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বিজেপি নেতা উত্তম রায়। রাজগঞ্জের বিএলআরও-র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন। বাম আমলেই পাট্টা পেয়েছিলেন, বিজেপি করায় ফাঁসানো হচ্ছে, দাবি ছিল উত্তমের। এর আগে জমি জবরদখলের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক। গ্রেফতার করা হয়েছিল জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের বোর্ড সদস্য গৌতম গোস্বামীকেও।


রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই সক্রিয় হয় পুলিশ। সরকারি জমি জবরদখল করে বিক্রি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতাকে।  ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি গ্রেফতার । জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিক । বাড়ি থেকে ডেকে দফায় দফায় জেরার পরে গ্রেফতার করেছিল সিআইডি। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ হলেন দেবাশিস প্রামাণিক।


মূলত সরকারি জমি দখলমুক্তির নির্দেশ দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। কিন্তু, তাঁর বাড়ির কাছে সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন পুর-আধিকারিকরা। ভাইরাল ভিডিওতে পুর-আধিকারিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল মুখ্য়মন্ত্রীর ভাই বাবুন বন্দ্য়োপাধ্য়ায়ের মেয়েকে। মুখ্য়মন্ত্রী বলেছিলেন, সরকারি জমি দখল মুক্ত করতে হবে। দরকারে আমার বাড়ি থেকে শুরু করতে হবে। সরকারি জমি দখলমুক্তির নির্দেশ দিতে গিয়ে, এই মন্তব্য় করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর  কালীঘাটে তাঁর বাড়ির কাছেই, সরকারি জমি দখলমুক্ত করল কলকাতা পুরসভা। আর তা নিয়ে উত্তেজনাও তৈরি হয়েছিল।



আরও পড়ুন, CBI তদন্তে অসন্তুষ্ট, RG কর কাণ্ডে এবার দিল্লি যাচ্ছে নিহত চিকিৎসকের পরিবার


সেবার পুর-আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়েরই ভাই বাবুন বন্দ্য়োপাধ্য়ায়ের মেয়ে। কিন্তু পুরকর্মীরা নিজেদের কাজ চালিয়ে যান, এই এলাকায় সরকারি জমিতে একটি ক্লাবঘর ছিল। যেটি খোদ মুখ্য়মন্ত্রীর ভাই বাবুন বন্দ্য়োপাধ্য়ায়ের বলে সূত্রের দাবি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল পুর-আধিকারিকরা সেখানে জমি দখলমুক্ত করতে গেলে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেনন বাবুন বন্দ্য়োপাধ্য়ায়ের মেয়ে। 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)