হাওড়া : হাওড়ায় আগ্নেয়াস্ত্র হাতে রামনবমীর মিছিল। ঘটনায় গ্রেফতার আরও ২। বিহারের মুঙ্গের থেকে আগেই গ্রেফতার করা হয়েছে সুমিত সাউকে। এবার সালকিয়া থেকে গ্রেফতার করা হল সুমিতের ২ সঙ্গীকে। পুলিশের দাবি, পালানোর আগে অবিনাশ যাদবের কাছে আগ্নেয়াস্ত্র রেখে যায় সুমিত। পরে আগ্নেয়াস্ত্রটি আরিয়ান গুপ্ত নামে আরেকজনকে দেন অবিনাশ। ধৃত তিন জনকেই ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শিবপুরে অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ৪১।
হাওড়ার ( Howrah ) শিবপুরে অশান্তির ঘটনায় বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার তরুণের রাজনৈতিক পরিচয় নিয়ে আসরে নেমেছে তৃণমূল ( TMC ) । একাধিক ছবি পোস্ট করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, ধৃত সুমিত সাউ বিজেপি নেতাদের ঘনিষ্ঠ ছিলেন।
বিহারের মুঙ্গের থেকে যুবক গ্রেফতার হওয়ার পর সাংবাদিক বৈঠক করেও সুর চড়ান কুণাল ঘোষ ( Kunal Ghosh ) । সুকান্ত মজুমদার ( Sikanta Majumdar ) তো মনে করছেন, দেখতে হবে ওটা খেলনা বন্দুক কি না।
একছবিতে অস্ত্র হাতে, অন্য ছবিতে, হাতে বিজেপির পতাকা। আর, আরও একাধিক ছবিতে, বিভিন্ন বিজেপির উত্তরীয় পরা নেতাদের সঙ্গে। হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনায় বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার তরুণের রাজনৈতিক পরিচয় নিয়ে আসরে তৃণমূল। একাধিক ছবি পোস্ট করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, ধৃত সুমিত সাউ বিজেপি নেতাদের ঘনিষ্ঠ ছিলেন। এই ছবিগুলিই সেই কথা বলছে।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, ' কারা কেন্দ্রীয় বাহিনী চাইছে, শুভেন্দু বাহিনী চাইছে? ওই শুভেন্দু, সুকান্ত, দিলীপ এরা? আরে ওরা তো এই জন্যও ওই লোকগুলোকে আনছে। ওরা তো বিজেপির লোক। কেন্দ্রীয় টিম আনার জন্যই তো এই বাহিনী পাঠাচ্ছে বনদুক দিয়ে, বলছে গুলি চালাও। যাও গন্ডগোল কর। যাও হাঙ্গামা করো। যাতে কেন্দ্রীয় বাহিনী আসে। '
বৃহস্পতিবার রামনবমীর শোভাযাত্রা ঘিরে অশান্ত হয়ে উঠেছিল শিবপুর। তার আঁচ এসে পড়েছিল শুক্রবারও। এরই মধ্যে তৃণমূল ও বিজেপির তরফে একের পর এক ভিডিও সামনে আনা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলে আগ্নেয়াস্ত্র হাতে এই তরুণের ছবি ট্যুইট করার পাশাপাশি পাল্টা, সাংবাদিক বৈঠক করে আরেকটি ভিডিও দেখান শুভেন্দু অধিকারী। চড়তে থাকা রাজনৈতিক চাপানউতোরের মধ্য়েই, এবিপি আনন্দকে দেওয়া EXCLUSIVE সাক্ষাৎকারে, এই ঘটনার জন্য় বিজেপিকে দায়ী করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা শুভেন্দু অধিকারী আবার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার পুলিশমন্ত্রীর পদত্য়াগ দাবি করেন। অবশেষে অভিযুক্তকে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করে পুলিশ। তারপরও বাগযুদ্ধ অব্য়াহত।
আরও পড়ুন ; শিবপুর-রিষড়া থানায় ৩৫৫ ধারা জারির দাবি শুভেন্দুর