সুনীত হালদার, হাওড়া: হাওড়া পুরসভার আন্ডারগ্রাউন্ড পাইপ লাইনে বড়সড় ফাটল। যার জেরে বিস্তীর্ণ এলাকায় বিপর্যস্ত জল সরবরাহ। এর ফলে গরম পড়তেই জল সঙ্কটে পড়েছেন উত্তর হাওড়া এবং শিবপুর বিধানসভা এলাকার বাসিন্দারা। যদিও পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন যুদ্ধকালীন তৎপরতায় পাইপ লাইন মেরামতির কাজ চলছে। তবে কাজ কত সময়ে শেষ হবে তা এখনও স্পষ্ট নয়। 


চৈত্র পড়তেই প্রবল গরম বাংলায়। আর এই আবহে এবার জল সমস্যার সম্মুখীন হাওড়ার বাসিন্দারা। গতকাল রাতে হাওড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ভাগাড়ের মধ্যে আন্ডারগ্রাউন্ড দুটি পাইপ লাইনে বড়সড় ফাটল দেখা দেয়। এর ফলে পদ্মপুকুর জল প্রকল্পের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে জল সরবরাহ বন্ধ রাখা হয়। ওই পাইপলাইন দিয়ে উত্তর হাওড়া এবং শিবপুর বিধানসভার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ করা হয়। কী কারণে পাইপলাইনে এই ফাটল তা স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে জানা গেছে জলের উচ্চ চাপ এবং এলাকায় ধস নামার কারণেই এই বিপত্তি। এদিন সকালে হাওড়া পুরসভা এবং KMDA- এর পদস্থ ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে ছুটে যান। এর পাশাপাশি হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সহ পদস্থ আধিকারিকরা পৌঁছে যান। যুদ্ধকালীন তৎপরতায় পাইপলাইন মেরামতির কাজ শুরু হয়েছে। যদিও কাজ শেষ করতে কতক্ষণ সময় লাগবে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা গেছে দুদিনের বেশিও সময় লাগতে পারে। পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন বাসিন্দাদের পানীয় জল সঙ্কট মেটাতে এলাকাগুলিতে জলের গাড়ি পাঠানো হবে। এর জন্য কলকাতা পুরসভা থেকেও গাড়ি আনানো হবে। তবে বাসিন্দারা জানিয়েছেন জল না পেয়ে তারা সমস্যায় ভুগছেন।


মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই অস্বস্তিকর আবহাওয়া বাংলাজুড়ে। এরইমধ্যে জল সঙ্কটে সমস্যায় পড়েছেন হাওড়ার একাংশের বাসিন্দারা। যদিও এরইমধ্যেই রয়েছে বৃ্ষ্টির পূর্বাভাস। ২১ মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বেশি সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান জেলাতে। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি এই ছয় জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। ২২ মার্চ শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।