কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: সংসদের আর্জিতে কি উচ্চ মাধ্যমিকের (HS Exam 2023) প্রশ্নপত্র এবার সহজ হয়েছে? পরীক্ষা শেষের দিন জল্পনা বাড়ালেন খোদ সংসদ সভাপতি। বললেন, এবারে যাঁরা উচ্চ মাধ্যমিক দিয়েছেন, যেহেতু তাঁদের মাধ্যমিক পরীক্ষা হয়নি, তাই প্রশ্নপত্রের বিষয়ে বলা হয়েছিল।


উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র এবার সহজ হয়েছে? সোমবার শেষ হল উচ্চমাধ্য়মিক পরীক্ষা। আর সেই দিনই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতির বক্তব্যে তৈরি হল বিতর্ক! এবারে উচ্চমাধ্য়মিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে ৮ লক্ষের বেশি। সংসদ সূত্রে খবর, এবারের উচ্চমাধ্যমিকে রিপোর্টের ভিত্তিতে ১২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল-সহ ধরা পড়েছেন ৫ জন। যদিও প্রশ্নপত্র নিয়ে তেমন কোনও অভিযোগ প্রকাশ্যে আসেনি। তবে প্রশ্নপত্র সহজ করার কথা বলে বিতর্ক উস্কে দিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এদিন তিনি বলেন, “২০২১-এ মাধ্যমিকে বসেনি। এই প্রথম বড় পরীক্ষা, উচ্চমাধ্যমিক। যাতে সোজা প্রশ্নপত্র হয়, যাতে পরীক্ষার্থীদের অসুবিধা না হয় সেই বিষয়ে কোয়েশ্চেন সেটারদের বলেছিলাম।’’


কিন্তু, উচ্চমাধ্য়মিকের প্রশ্নপত্র কেমন হবে, তা সংসদ সভাপতি কেন বলে দেবেন? সেই প্রশ্ন উঠছে শিক্ষামহলে। এবিষয়ে শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, "এই ধরনের কথা কেউ বলতে পারেন প্রকাশ্যে এটা ভাবতেই আশ্চর্য লাগছে। তিনি প্রশ্ন সহজ করে ছেলেমেয়েদের ভাগ্য নিয়ন্ত্রণ করছেন, এই দাবি প্রকাশ্যে করা লজ্জার ব্যাপার। একইসঙ্গে ছেলেমেয়েদের পক্ষে অপমানজনক।'' ২০২১-এ করোনার কারণে মাধ্যমিক পরীক্ষা হয়নি। ১০০ শতাংশ পড়ুয়াকেই পাস করিয়ে দেওয়া হয়। যার জেরে এবছর মাধ্যমিকে প্রায় ৪ লক্ষ পরীক্ষার্থী কমে গেলেও, উচ্চ মাধ্যমিক স্তরে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ১ লক্ষ।


চলতি বছর ১৪ মার্চ থেকে শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত চলে পরীক্ষা। পরীক্ষা নেওয়া হবে মোট ২ হাজার ৩৪৯টি কেন্দ্রে। অন্যান্য বারের মতো এবারও পরীক্ষাকেন্দ্রে ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তা। মোবাইল বা কোনও রকম যন্ত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাতে কোনও পরীক্ষার্থী ঢুকে পড়তে না পারে, তার জন্য বেশ কিছু পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 



  • স্পর্শকাতর কেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর। এবং অতি স্পর্শকাতর কেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। 

  • পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে শৌচালয়ে যেতে পারবে না কোনও পরীক্ষার্থী। 

  • বারোটা ৪৫-এর আগে পরীক্ষা কেন্দ্র ছেড়ে বেরনো যাবে না। 


আরও পড়ুন: Tiljala Murder Update: তিলজলায় শিশুকন্যাকে খুন, রাজ্যকে নোটিস পাঠাচ্ছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন