দক্ষিণ ২৪ পরগনা: সোমবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক, আগের দিন রবিবার পরীক্ষাকেন্দ্রে তৃণমূল নেতার জন্মদিন! পরীক্ষাকেন্দ্র দখল করে তৃণমূল নেতার জন্মদিন পালনের অভিযোগ। ফলতার ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রের ঘটনা। তৃণমূল নেতা জাহাঙ্গির খানের জন্মদিন উপলক্ষে স্কুলে প্যান্ডেল বেঁধে রক্তদান শিবিরের আয়োজন। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য ও বজবজে তৃণমূলের পর্যবেক্ষক জাহাঙ্গির খান।
'হতশ্রী শিক্ষাব্যবস্থাকে এত সুন্দরভাবে উপস্থাপনার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ', সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 'প্রত্যেক বছরই রক্তদান শিবির হয় পঞ্চায়েতের মাঠ। এবার স্থানীয় নেতৃত্ব যে স্কুলে আয়োজন করেছে সেটা তাঁর জানা ছিল না', তাঁর নির্দেশে মাঠ খালি করে দেওয়া হয়েছে, সাফাই জাহাঙ্গির খানের।
অপরদিকে, সোমবার যাদবপুর-সহ সব বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে SFI. 'আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ভিতরে ধর্মঘট ডাকা হয়েছে। প্রভাব পড়বে না উচ্চ মাধ্যমিকের পরীক্ষায়', দাবি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। এহেন ঘটনায় জোর কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। 'পরীক্ষার পর..' সিপিএমকে 'Dj' শোনাতে চান কুণাল ! এদিন কুণাল বলেন, 'পালা পরিবর্তনের পর রবীন্দ্র সঙ্গীত বাজিয়ে সিপিএমের বড় বিপদ হতে দেননি মুখ্যমন্ত্রী। এখন সিপিএম নেতাদের Dj শোনার শখ জাগলে শোনানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র সঙ্গীত শোনাতে চান। সিপিএমের প্রাণ কাঁদছে Dj শোনার জন্য। সিপিএম শুনতে চাইলে পরীক্ষার পর কিছু জায়গায় পার্টি Dj শুনিয়ে দেবে।'
এদিন সিপি বলেন, 'কাল শুরু উচ্চমাধ্যমিক, রাস্তায় যথেষ্ট পরিমাণে পুলিশ থাকবে, পডুয়াদের কোনও অসুবিধা হবে না। কাল কিছু রাজনৈতিক দলের কর্মসূচি আছে। রাজনৈতিক কর্মসূচির কারণে পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, তার দায়িত্ব পুলিশের। উচ্চমাধ্যমিক পড়ুয়ারা অসুবিধায় পড়লে হেল্পলাইন নম্বর ৯৪৩২৬ ১০০৩৯। যে সব রাজনৈতিক দল কাল কর্মসূচি রেখেছেন, তাঁরা যেন পড়ুয়াদের কথা মাথায় রাখে। কোনও অবস্ট্রাকশন হলে অ্যাকশন নেওয়া হবে। কোনও অসুবিধায় পড়লে ১০০ নম্বরেও ডায়াল করতে পারবে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা।'
আরও পড়ুন, যাদবপুরকাণ্ডে প্রতিক্রিয়া সুজনের,'কাঁচা নাটক, ধরা পড়ে গেল...মুখ্যমন্ত্রী রেসপন্স করুন'!
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)