HS Result 2025: কবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ? দিনক্ষণ জানালেন সংসদ সভাপতি

WBCHSE: গত ৩ মার্চ শুরু হয় এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকে চালু হচ্ছে সেমেস্টার পদ্ধতি।

Continues below advertisement

হিন্দোল দে, কলকাতা: শেষ হল চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। ১৫ দিনেরও বেশি সময় ধরে চলল এই পরীক্ষা। পরীক্ষা শেষের পর ফলপ্রকাশের দিনক্ষণও জানা গেল সংসদের তরফে। 

Continues below advertisement

গত ৩ মার্চ শুরু হয় এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকে চালু হচ্ছে সেমেস্টার পদ্ধতি। অর্থাৎ বছরে দুইবার হবে পরীক্ষা। সেই অনুযায়ী, এই বছরই পুরনো নিয়মে শেষ পরীক্ষা হল রাজ্যে। এদিন যাদবপুর বিদ্যাপীঠ সকুলে পরীক্ষাপর্ব দেখতে যান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, মালদা ও মুর্শিদাবাদে ২-১টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা মোটের উপর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, মে মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোতে পারে। সংসদ সভাপতি বলেন, "মে মাসে বেরোবে। নির্দিষ্ট সময়টা বলা খুব মুশকিল। মে মাসের দ্বিতীয় পর্যায়ে বেরোবে। মে মাসের মধ্যে অবশ্যই বেরিয়ে যাবে।''

পুরনো নিয়মে শেষবারের উচ্চমাধ্যমিকে, পরীক্ষার্থীর সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। পরিসংখ্যান বলছে, গতবারের তুলনায় এবছর প্রায় ২ লক্ষ ৮০ হাজারের কম পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দিয়েছেন। রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষায় বসছেন না ৫৫ হাজারের বেশি পড়ুয়া। গত বছর যেখানে পরীক্ষার্থী ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার, এবার সেই সংখ্যাটা ৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি। সাম্প্রতিক ইতিহাসে উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা এতটা কমার নজির নেই। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অবশ্য বলে ২০২৩ সালে মাধ্যমিকে পাস করেছিল প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার পড়ুয়া। সেই কারণেই এবার উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

এদিকেপ্রশ্নপত্র নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে গত সপ্তাহে ২ জনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা। আরেকজন মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা। প্রশ্নপত্রের চক্র তৈরি করে করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ জানানো হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। তদন্তে নেমে পুলিশ প্রথমে পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা শ্রীমন্ত গড়াইকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে দাবি, শ্রীমন্তকে জেরায় বেলডাঙার বাসিন্দা আলফাজ শেখের নাম উঠে আসে। বেলডাঙায় অভিযান চালিয়ে তাঁকেও গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় আড়াই হাজারের বেশি প্রিঅ্যাক্টিভেটেড সিমকার্ড, ৬৫টি কিপ্যাড মোবাইল হ্য়ান্ডসেট এবং ৯টি অ্যানড্রয়েড মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, জেরায় অপরাধ স্বীকার করেছেন শ্রীমন্ত। 

আরও পড়ুন: SSC Scam: আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন জামাই

Continues below advertisement
Sponsored Links by Taboola