কলকাতা : পরীক্ষা শেষের পর ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের থার্ড সিমেস্টারের ফল। প্রথম স্থান দখল করে নিয়েছে দুই জন। ৯৮.৯৭ শতাংশ নম্বর পেয়ে যুগ্মভাবে মেধাতালিকার শীর্ষে প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। দু'জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। স্বভাবতই উচ্ছ্বসিত স্কুল। পরীক্ষার ফল প্রকাশের পর কৃতী এই দুই ছাত্রের একজনের প্রতিক্রিয়া, "খুবই আনন্দ হচ্ছে। খুবই খুশি। তবে, প্রথম হব ভাবিনি। পরীক্ষা খুবই ভাল হয়েছিল। আমার, আমার বন্ধুদের সবার পরীক্ষা ভাল হয়েছিল।"

Continues below advertisement

পরীক্ষার ফল প্রকাশের সোশাল মিডিয়ায় ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

 

Continues below advertisement

একনজরে উচ্চ মাধ্যমিকের থার্ড সিমেস্টারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য-

২২ সেপ্টেম্বর পরীক্ষা শেষের পর ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল ফল।

উচ্চ মাধ্যমিকের থার্ড সিমেস্টারে পাসের হার ৯৩.৭২ শতাংশ।

পাসের হারে সর্বোচ্চ স্থানে দক্ষিণ ২৪ পরগনা।

পাসের হারে দ্বাদশ স্থানে কলকাতা।

বিজ্ঞান শাখায় পাসের হার ৯৮.৮০ শতাংশ।

৪১.১৬ শতাংশ পরীক্ষার্থী ফার্স্ট ডিভিশনে পাস করেছে।

১০ শতাংশের কিছু বেশি পরীক্ষার্থী ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে।

প্রথম দশে আছে ৬৯ জন পরীক্ষার্থী, যাদের মধ্যে ৩ জন ছাত্রী।

দেশের মধ্যে প্রথম সিমেস্টার পদ্ধতিতে বছরে ২ বার উচ্চমাধ্য়মিক শুরু হয়েছে রাজ্য়ে। আজ প্রকাশিত হল প্রথম সিমেস্টারের ফলাফল। সাধারণত মাধ্যমিক হয় ফেব্রুয়ারিতে, উচ্চমাধ্যমিক মার্চে। বছরে ২টো সিমেস্টার চালু হওয়ায় এবার সেপ্টেম্বরেই অকাল উচ্চমাধ্যমিকে বসতে হয়েছে পরীক্ষার্থীদের। প্রতিবারের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে, এবিপি আনন্দ। wb12.abplive.com সাইটে দেখা যাবে ফল। তার জন্য দিতে হবে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর। সংসদ সূত্রে খবর, প্রথম পর্যায়ের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পাশাপাশি, শুক্রবার প্রকাশিত হল মেধা তালিকাও। প্রথমবার সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা, তার মধ্য়ে বই পেতে দেরি, পরীক্ষায় অল্প সময় নিয়ে প্রশ্ন। নানা অভিযোগ ও বিতর্ককে সঙ্গী করেই উচ্চ-মাধ্যমিকের প্রথম সিমেস্টারের পরীক্ষা হয় ৮ থেকে ২২ সেপ্টেম্বর। মোট পরীক্ষার্থী ছিল ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন। ৩৯ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল ফল।