রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সোমবার নতুন দল ঘোষণার আগে হুমায়ুনের জোট-ফর্মুলা। সোমবার নতুন দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবীর। তার আগে শুক্রবার সুর আরও চড়ালেন তিনি। এতদিন ২০২৬-এর বিধানসভা নির্বাচনে যে ৯০টি আসন দখলের কথা শোনা গেছিল হুমায়ুন কবীরের মুখে। এদিন সেঞ্চুরির টার্গেট বেঁধে দেন তিনি।
হুমায়ুনের কথায়, 'মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে ৯টি আসনে আমি লড়ব। ৯টিতে আমি লড়ব, কংগ্রেস চাইলে ছাড়ব ৯টি আসন। ৩টি আসন ছাড়ব সিপিএমকে, ১টি আসন আইএসএফকে। না হলে তৃণমূলকে হারাতে, বিজেপিতে রুখতে একাই লড়ব', রেজিনগরে সভাস্থল পরিদর্শনের পরে জোট-ফর্মুলা হুমায়ুনের।
এর আগে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল নেতা ও বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'দল ঘোষণা হবে। আগামী দিন ২০২৬-এর লক্ষ্য়ে এবং আমার একটাই মিশন গোটা রাজ্য়ের প্রশাসনের কাছে বার্তা বা শাসকদলের কাছে বার্তা তারা যে একচেটিয়া তিন তিন বার মুখ্যমন্ত্রী হয়েছে, মানুষের সঙ্গে যে ছল-চাতুরি, তোলাবাজি, দুর্নীতি, চাকরি বিক্রি করা সমস্ত কিছুর জবাব ওইদিন ওখান থেকে দেওয়া হবে শাসক দলকে।'
এতদিন ২০২৬-এর বিধানসভা নির্বাচনে যে ৯০টি আসন দখলের কথা শোনা গেছিল হুমায়ুন কবীরের মুখে। এদিন সেঞ্চুরির টার্গেট বেঁধে দেন তিনি। সরাসরি বার্তা দেন মুসলিমদের উদ্দেশে।
হুমায়ুনের কথায়, 'মুসলমান সমাজকে বাংলার আবেদন করব, যে এই যে বাবরি মসজিদের সম্বন্ধে তাদের যে আবেগ, তাদের ঝাঁ চকচকে মার্বেল দেওয়া মসজিদ থাকতেও এই যে মাঠের মধ্যে, জমির মধ্যে নামাজ পড়তে আসছে, তাদের কাছে একটাই বলব এই আবেগ ধরে রাখতে হবে। এবং ২০২৬-এর বিধানসভায় আমাদের পার্টিকে দু'হাত তুলে দোয়া করতে হবে, আশীর্বাদ করতে হবে। ১০০টা সিট আমাকে দিকে হবে'।
সোমবার দল গঠনের সভার জন্য বহরমপুর শহরের টেক্সটাইল কলেজ মোড় এবং বিকল্প হিসাবে স্টেডিয়াম মাঠের অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন হুমায়ুন কবীর। কিন্তু, সেই সভা করতে প্রশাসনের অনুমতি মেলেনি বলে তাঁর দাবি। শেষ অবধি প্রস্তাবিত বাবরি মসজিদের জমি থেকে ১ কিলোমিটার দূরে সভা করার কথা ঘোষণা করেন তিনি। শুক্রবার তাঁর দাবি, প্রশাসনের তরফে মিলেছে অনুমতি।