কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: হুমায়ুন কবীরের ব্রিগেডের সভা বাতিল। সেনাবাহিনীর থেকে মেলেনি অনুমতি, বিকল্প প্রস্তাব শহীদ মিনারে, দাবি হুমায়ুন কবীরের।

Continues below advertisement

বিজেপি ও তৃণমূলের সেটিং দেখছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। ব্রিগেডের সভা হলে ভয় পেত তৃণমূল-বিজেপি, আক্রমণ হুমায়ুন কবীরের। ব্রিগেডের পরিবর্তে মুর্শিদাবাদে সভা হতে পারে জানুয়ারির শেষে, জানালেন হুমায়ুন কবীর। হুমায়ুন কবীরের দাবি নিয়ে এখনও সেনাবাহিনীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

এবিপি আনন্দকে হুমায়ুন কবীর বলেন, '৬ তারিখে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম ব্রিগেডের সভার জন্য ল্যান্ড অফিসারের কাছে। ৮ তারিখে বেশ কিছু এফিডেভিট চেয়েছিল, সে সমস্ত তথ্য দেওয়া হয়েছিল। ১৩ তারিখ আমার নামে চিঠি এসেছিল হুমায়ুন কবীর, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান এই ভাবে। এরপর আজ বেলা ১টায় ডাকে। কিছুক্ষণ আগে জানতে পারি যে ওঁরা ব্রিগেড ময়দান দিতে পারবে না। ওঁরা বলছে শহিদ মিনারে এই সমাবেশ করতে। কিন্তু ওটা ছোট জায়গা। ৩০ হাজার লোকও ধরবে না। আমার টার্গেট তো ১০ লাখ।' 

Continues below advertisement

তাহলে বিকল্প কী সিদ্ধান্ত নিচ্ছেন হুমায়ুন কবীর? 

তিনি বলেন, 'ভেবেছিলাম ফেব্রুয়ারিতে করব, কিন্তু এই সিদ্ধান্তের পর ভাবছি জানুয়ারির শেষেই এই সমাবেশ করব। সমস্ত নিয়ম মেনেই করব। জানুয়ারির শেষেই করব ১০ লক্ষ লোকের জমায়েত করে তৃণমূল সরকারের মৃত্যুঘণ্টা বাজাব মুর্শিদাবাদ থেকেই। অপসারণ করার কাজ শুরু হবে। এখানে তো জায়গা দিল না, তাই মুর্শিদাবাদের মাটিকেই বেছে নিলাম। ' 

কিছুটা কটাক্ষের সুরে এও বলেন, 'আমি মুর্শিদাবাদের হরিহরপাড়াতে ৩০ হাজারকে নিয়ে জমায়েত করেছি। এরপর ডোমকলে ৫০ হাজার নিয়ে মিটিং করব। কলকাতায় ৩০ হাজার নিয়ে আমি কী মিটিং করব।' 

এদিকে, মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যত ভিড় হবে, তার থেকে নিজের সভায় বেশি ভিড় হবে বলে চ্যালেঞ্জ করেছিলেন হুমায়ুন কবীর। মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে সভা করবেন, সেখানে সেখানে পাল্টা সভার চ্যালেঞ্জও করেছেন হুমায়ুন কবীর। 

নদিয়ার কালীগঞ্জে জনতা উন্নয়ন পার্টির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন হুমায়ুন কবীর। জোটসঙ্গী না পেলেও ২৯৪ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। তবে কেউ জোট করতে চাই ব্রিগেডের আগে আসতে পারেন বলেও জানিয়েছেন। বিধানসভা ভোটে ১০০ আসনে জেতার হুঙ্কার দিয়েছেন তিনি। তৃণমূল বা বিজেপি বাইরে থেকে সমর্থন করলে, সেই সমর্থন নিয়ে সরকার গড়বেন বলেও জানিয়েছেন।