কলকাতা : তৃণমূল থেকে সাসপেনশনের পরে কোন পথে ? এনিয়ে নিজের মতামত জানালেন হুমায়ুন কবীর। একাধিক দল থেকে তাঁর কাছে প্রস্তাব এসেছে বলে 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে গতকাল দাবি করেন হুমায়ুন। এ প্রসঙ্গে এবিপি আনন্দর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (Executive Vice President) সুমন দে-র একাধিক প্রশ্নের জবাব দিলেন তিনি।
সুমন দে : তিনবার এই ইন্টারভিউতে বললেন যে, ৩০ জন মানুষ মেরে অধীর চৌধুরী নেতা। আপনি বললেন যে, তৃণমূলকে হটাতে হবে। সেই স্বার্থে মুর্শিদাবাদে অধীর চৌধুরীর দল কংগ্রেসের হাত ধরতে পারেন আপনি ?
হুমায়ুন কবীর : সম্ভাবনা খুব ক্ষীণ। আমাকে যদি রাহুল গান্ধী অনুমতি দেন বা আমার সঙ্গে শিট শেয়ারিংয়ে রাজি হন, তাহলে আমি পারব । কারণ, রিমোট কন্ট্রোলটা অধীরবাবুর হাতে নেই।
সুমন দে : আমি কয়েকটা অপশন দিই। MIM, নৌশাদ সিদ্দিকির দল...তাঁদের সঙ্গে বোঝাপড়ার কথা ভাবছেন ? কারণ, আজ আপনার NCP-র প্রফুল পটেলের সঙ্গে কথা হয়েছে। আর কার কার সঙ্গে কথা হল ?
হুমায়ুন কবীর : অলরেডি আমার সঙ্গে সেলিম সাহেবের কথা হয়েছে। সেলিম সাহেব আমাকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করেছেন। যদি, আমার ধর্মনিরপেক্ষ দল হয়, সেক্ষেত্রে যদি আমি নির্বাচনে অংশগ্রহণ করি ওঁরা আমার সঙ্গে জোট করতে আগ্রহী হয়েছেন। আমি সেলিম সাহেবকে বলেছি, অপেক্ষা করুন। ২২ তারিখ আসতে দিন। তারপরে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা করব, কথা বলব। কারণ, রাজনীতিতে কেউ অচ্ছ্যুত নয়।
সুমন দে : মহম্মদ সেলিম আপনাকে ফোন করেছিলেন, নাকি আপনি মহম্মদ সেলিমকে ফোন করেছিলেন ?
হুমায়ুন কবীর : মহম্মদ সেলিমকে আমাকে একজন ফোনে ধরিয়ে দিয়েছিলেন। আমি ফোন করিনি। বহরমপুরের কেউ সিপিএম নেতা তিনি কী জানি না, আমাকে হঠাৎ করে গাড়িতে চেপেছি...আমার ফ্ল্যাট থেকে, সাংবাদিকদের কাছে সমস্তভাবে প্রচার হয়ে গেছে, আমি বহিষ্কৃত, তার পরে পরেই একটা ছেলে ফোন নিয়ে এসে আমাকে ফোন দিলেন, সেলিম সাহেব আপনার সঙ্গে কথা বলবেন। ওঁর সঙ্গে সৌজন্য কথা বলেছি। অলরেডি MIM-এর তরফ থেকেও অ্যাপ্রোচ করা হয়েছে। এখনও আইএসএফের একজন আমাকে ফোন করেছেন। আমি আগেই বলেছি, আইএসএফে যাব না, কংগ্রেসে যাব না, বিজেপিতে যাব না। আমি নতুন দল খুলব। মানুষের কাছে নতুনভাবে ভোট চাইব। ভোট ভিক্ষা চাইব।
সুমন দে : MIM-এর যে ফোনটার কথা বলছেন, সেটি কি পশ্চিমবঙ্গের কোনও প্রান্ত থেকে এসেছে ? নাকি, হায়দরাবাদ থেকে এসেছে ?
হুমায়ুন কবীর : একদম হায়দ্রাবাদ থেকে। হায়দ্রাবাদে আমার একজন ভাইপো থাকে। আমার গ্রামেই বাড়ি। তার ছেলে গ্র্যাজুয়েশন করেছে। সে... আকবর ওয়েইসির সঙ্গে তার ভাল সম্পর্ক। সে আমার সঙ্গে কথা বলিয়ে দিয়েছে। উনি আমার সঙ্গে বসতে চান। আমি বলেছি, পরে ভাবব।