মুর্শিদাবাদ : মুর্শিদাবাদে 'বাবরি' মসজিদের শিলান্যাসের পর থেকে হুমকি পাচ্ছেন হুমায়ুন কবীর, এমনই গুরুতর অভিযোগ করেছেন ভরতপুরের বিধায়ক।  প্রাণনাশের আশঙ্কায় রয়েছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। 'রোজ বাইরের রাজ্য থেকে ফোনে হুমকি, ফোনে প্রাণনাশের হুমকি আসছে', অভিযোগ ভরতপুরের বিধায়কের। 'নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়ে রাজ্য সরকার ও পুলিশকে ইমেল করব। নিরাপত্তা নিয়ে কেন্দ্রকেও বলব, আদালতেও যাব। ৮ জন বেসরকারি নিরাপত্তারক্ষীকে নিয়োগ করেছি', বলছেন হুমায়ুন কবীর। 

Continues below advertisement

ঠিক কী বলছেন হুমায়ুন কবীর 

'তৃণমূলের সরকার এখনও আমার সিকিউরিটি উইথড্র করেনি। কিন্তু আমি মনে করছি, যেভাবে আমার উপরে থ্রেট আসছে, বিশেষ করে বাংলার কোনও মানুষ থ্রেট করেনি, বাংলার বাইরে কিছু মানুষ এখনও ডাইরেক্ট ফোনে যেভাবে আমাকে হুমকি দিচ্ছে, যেভাবে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, তাতে আমি মনে করি, আমাকে তো শুধু বাংলায় বসে থাকলে হবে না। আমার এই সপ্তাহে ১৬ তারিখ অবধি আমার ব্যাঙ্গালোরে একটা অ্যাপয়নমেন্ট আছে, সেটা ক্যান্সেল করব না রাখব, নয়ডাতে একটা অ্যাপয়নমেন্ট আছে, সেটাও আমার সিকিউরিটির প্রশ্নে আমাকে ভাবতে হচ্ছে যে, আমি যখনই প্লেন ধরব তখনই আমার পিছে কেউ না কেউ লেগে যেতে পারে, আমাকে কোনও কিছু করতে পারে। আমার সবথেকে জরুরি আমার সিকিউরিটি বাড়ানো। তো আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে যা মেল করার করব। আমি আর এটা ভরসা রাখছি না ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপর। এবার আমাকে সেন্ট্রাল সিকিউরিটি নিতে গেলে ডাইরেক্ট আমি নেব না। কিছু না নিয়ে তো তৃণমূল গভর্নমেন্ট বলতে লেগেছে আমি বিজেপির টাকায় চলছি, বিজেপি আমাকে টাকা দিয়ে চালাচ্ছে। আজকে যদি আমার লাইফ বরবাদ হয় তো কেউ আমাকে ফিরিয়ে আনতে পারবে না। তো আমার সিকিউরিটি প্রয়োজন। সিকিউরিটির জন্য আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশকেও যেমন অফিশিয়ালি মেল করব, পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও বলব। অনারেবল হাইকোর্টে যাব। হাইকোর্ট নওশাদকে যদি ৬টা-৮টা সিকিউরিটি দিতে পারে, সেক্ষেত্রে সিকিউরিটি আমাকে হাইকোর্ট দিলে নিশ্চয় সেন্ট্রাল ফোর্স পাব। তার আগে আমার কাছে কালকের মধ্যে ৮ জন প্রাইভেট সিকিউরিটি আমি লাগু করছি আমার জন্য। প্রতিনিয়ত হুমকি, অনেক অচেনা ফোন থেকে আমাকে বহুত রকম হুমকি দেওয়া হচ্ছে, জানে মেরে দেওয়া হবে, বাবরি মসজিদ করতে দেওয়া হবে না, তাদের হুমকিকে আমি থোড়াই কেয়ার করি না, আমি উপরওয়ালায় ভরসা করি, উপরওয়ালা একদিনই আমার মৃত্যু দেবে, যেদিন মৃত্যু হবে, কিন্তু আমায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে।' 

Continues below advertisement