পার্থপ্রতিম ঘোষ, মুর্শিদাবাদ : দল থেকে সাসপেন্ড হওয়ার পর কাল রেজিনগরে মরাদিঘীর মাঠে সভা হুমায়ুন কবীরের। আজ সভাস্থলে পরিদর্শনে এলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এই সভাস্থল থেকেই 'বাবরি মসজিদে'র শিলান্য়াস করার কথা তাঁর। সভার আগে চলছে জোর কদমে প্রস্তুতি, চলছে মঞ্চ বাঁধার কাজ। রাস্তার বিভিন্ন অংশে প্রস্তাবিত মসজিদের পোস্টারও সাঁটা হয়েছে।

Continues below advertisement

আরও পড়ুন, 'তলে তলে কার সঙ্গে কার যোগাযোগ?' তৃণমূল থেকে সাসপেন্ড হয়েই এবার বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের !

Continues below advertisement

প্রশ্ন: আপনি নিজে সরজমিনে এসে খতিয়ে দেখছেন, আপনাকে সাসপেন্ড করা হল, এবং পাশাপাশি কালকের যে অনুষ্ঠান, সেক্ষেত্রে অনড় আপনি ?

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর : নিশ্চয়ই। কালকে, অনুষ্ঠান বেলা ১২ টার সময় শুরু হবে। কোনও ভাষণ হবে না। কোনও দলের প্রশ্ন আসবে না। কোনও কারও বিরুদ্ধে কুৎসা হবে না। রাজনৈতিক দলের কোনও বিরোধীতা হবে না। 

প্রশ্ন: প্রশাসনের তরফ থেকে কি , মানে আপনি কি কোনও যোগাযোগ করেছেন ? একটা অনুমতি নেওয়ার থাকে তো যেকোনও অনুষ্ঠানে ? 

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর : অনুমতি দিক না দিক, আমি ওসি রেজিনগর, আইসি বেলডাঙা-কে মেল করেছি। ..সাহায্য চেয়েছি, যাতে এখানে কোনও প্রবলেম ক্রিয়েট না হয়। বা কোনও অশান্তি না হয়। ল অ্য়ান্ড অর্ডার ব্যাহত না হয়। আমি নিজে থাকব।  আমি একাই..অনেক কাফি। আমি ১০ হাজার লোকের সামনে দাঁড়িয়ে থাকলে, ১০ হাজার লোক আমার বাইরে যায় না। 

প্রশ্ন:  পুলিশ কি বলল ? আপনাকে অনুমতি দিল ?

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর : দিয়েছে কি দেয়নি,..আমি মেল করে দিয়েছি, থানাতে, তারা কি করবে, কী অ্যাকটিভিটিস হবে সেটা কালকে দেখা যাবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসবে, তাঁদের সুরক্ষা, তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, বা ট্রাফিক জ্যাম না হয়, সেটা প্রশাসনের দেখা উচিত। 

প্রশ্ন:  তৃণমূল কংগ্রেসের কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছে ?

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর : নানা প্রশ্নই আসে না। আমিও তাঁদের সঙ্গে কোনও যোগাযোগে থাকতে চাইনা।..আগামীদিনে আমার বাংলার রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হবে।

প্রশ্ন: তৃণমূল ছাড়ছেন কবে ?

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর : তৃণমূল তো আমাকে সাসপেন্ড করে দিয়েছে। আমি তৃণমূলের কোনও পোস্টে নেই। সাংগাঠনিক কোনও জায়গায় নেই। বিধায়ক আছি। সেটা ১৭ তারিখে রিজাইন করে দেব।