সুকান্ত মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী, নয়া দিল্লি: : তিনি কোন দলে আছেন, তৃণমূল না বিজেপিতে? তা নিয়ে বারবার ধোঁয়াশা তৈরি করেছেন মুকুল রায় নিজেই। এবার হঠাৎ কেন দিল্লি গেলেন? এর উত্তর দিতে গিয়ে, শুভ্রাংশু রায়ের মুখে বারবার উঠে এল বাবার অসুস্থতার কথা। যদিও মুকুল রায়ের দাবি, তিনি আগে অসুস্থ থাকলেও, এখন সম্পূর্ণ ফিট। তবে তাঁর কথায় কিছুটা অসঙ্গতিও ধরা পড়েছে এদিন। 


কখনও তিনি তৃণমূলে। কখনও তিনি বিজেপিতে। কখনও তিনি আবার তৃণমূল ভবনে। এবার কী? এখন কোন দিকে আছেন মুকুল রায়? তৃণমূল না বিজেপি? তিনি কি সত্য়িই অসুস্থ? শুভ্রাংশু যেটা বারবার দাবি করছেন, মুকুল রায় মানসিক ও শারীরিকভাবে অসুস্থ। এ প্রসঙ্গে কৃষ্ণনগর উত্তরের বিধায়কমুকুল রায় বলছেন, অসুস্থ সবাই হয়। আমারও অসুখ হয়েছিল। আমি, তিন তিনবার কোভিড হয়েছিল। কিন্তু এখন আমি সম্পূর্ণ সুস্থ। 


তাহলে কি দিল্লিও সজ্ঞানে গেছেন মুকুল রায়? প্রশ্নে মুকুলের অকপট উত্তর, 'একদম' । ২০২১-এর ১১ জুন, মুকুল রায়কে হঠাৎই তৃণমূল অফিসে দেখা গেছিল। এরপরই বিজেপি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি জানায়। কিন্তু তা হয়নি। তবে তারপর মাঝেমধ্য়েই তাঁর প্রকৃত দল নিয়ে ধন্ধ তৈরি হয়েছে।


এইভাবে একবার নয় বারবার। এমনকী তাঁকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করার পরও, নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছিলেন মুকুল রায়।মঙ্গলবার রাতে আবার এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে মুকুল রায় নিজেকে সাংসদ বলেও দাবি করেছেন! যদিও, আদতে তিনি কখনওই লোকসভা থেকে নির্বাচিত হননি। রাজ্য়সভা থেকে সাংসদ হয়েছেন। আর বর্তমানে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক।


এবিপি আনন্দের সাংবাদিককে মুকুল রায় বলেন, আমি এখন বাইরে এসেছি, দিল্লিতে। কিন্তু কেন এসেছেন জানতে চাওয়া হলে মুকুল রায় বলেন, দিল্লিতে কাজে এসেছি। এরপর তাঁকে জিজ্ঞেস করা হয় কাজটা কী, মুকুল রায় বলেন তিনি  পার্লামেন্ট সেশনে এসেছেন।  তাঁকে ফের প্রশ্ন করা হয়, আপনি তো একজন বিধায়ক, পার্লামেন্ট সেশন তো শেষও হয়ে গেছে। মুকুল রায়ের দাবি, নিশ্চয় এমপি...১৩ তারিখ, ১৪ তারিখও চলেছে। আজও চলেছে। এরপর এবিপি আনন্দ তাঁকে প্রশ্ন করে আর আপনি একজন বিধায়ক, পার্লামেন্ট সেশনে কী করবেন?ৃমুকুল রায়ের কথায়, আমি লোকসভার মেম্বার। এবং সেজন্য লোকসভারই এখন...আমি কোনওদিনই বিধায়ক ছিলাম না। আমি লোকসভারই মেম্বার ছিলাম। সেইজন্য লোকসভায় এসেছিলাম।


কিন্তু এখন মুকুল রায় কোথায়? আগামীকালই কোথায় থাকবেন? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলছেন, মুকুলবাবু তো tmc নেতা। ছেলে জানে না বাবা কোথায়? অরাজকতা চলছে। তার কোথাও মনে হয়েছে গেছে।  জেলে যায়নি সিওর। তবে তৃণমূলের নেতাদের সবার ডেস্টিনেশন শেষপর্যন্ত জেল।  সব মিলিয়ে মুকুল রায়ের কখনও ঘাসফুলে, কখনও গেরুয়া শিবিরে, এসব ঘিরেই জল্পনা থামার নয়।