কলকাতা: 'আমি কোনও অন্যায় করিনি, এটা বিজেপির বড় চাল, আমি এইটুকুই বলতে পারি', গ্রেফতারির পর চিৎকার করে এমনটাই দাবি করে অর্পিতা মুখোপাধ্যায়। এদিন অর্পিতাকে যখন তাঁর ডায়ামন্ড সিটির ফ্ল্যাট থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে তখনই সাংবাদিকদের প্রশ্নে কার্যত চিৎকার করতে থাকেন অর্পিতা? উগড়ে দেন ক্ষোভ। কী প্রতি রাগ? এ দিন শোনা যায় অর্পিতা চিৎকার করে বলছেন আমাকে রীতিমতো টর্চার করেছে ইডি। এটা বিজেপির চাল। আমি শুধু এটুকুই বলতে পারি'।


কী কী জানিয়েছে অর্পিতা, ইডি বলছে...



  • চক্রের মাধ্যমে টাকা যেত ওপরতলায়

  • দালালের হাত হয়ে ধাপে ধাপে টাকা যেত আমলা-নেতা-মন্ত্রীদের কাছে 

  • এসএসসির চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিত দালালরা

  • দালালদের কাছ থেকে সরকারি কর্মচারি, আমলা হয়ে টাকা যেত নেতা-মন্ত্রীদের কাছে


গ্রেফতার অর্পিতা:  পার্থ চট্টোপাধ্যায়ের পরেই গ্রেফতার করা হল পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। শনিবার সকালে অর্পিতাকে আটক করার পর বিকেলে অর্পিতাকে গ্রেফকার করল ইডি। এ দিন সন্ধেবেলা অর্পিতাকে গ্রেফতার করার পর জোকা ইএসআই হাসপাতালে উদ্দেশে রওনা দেয় ইডি। সেখানে তাঁর মেডিক্যাল চেকআপ করা হবে। তারপর তাঁকে রাখা মহিলা লকআপে রাখা হবে বলে খবর।


ইডি হেফাজতে অর্পিতা: পাশাপাশি জানানো হয়েছে আজ আর আদালতে পেশ করার সময় না থাকায় আপাতত অর্পিতাকে ইডি হেফাজতেই রাখা হবে। আগামিকাল রবিবার তাঁকে আদালতে পেশ করা হবে। উল্লেখ্য গতকাল তাঁর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। টালিগঞ্জে ডায়মন্ড সিটি সাউথের বিলাসবহুল ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ২১ কোটি ২০ লক্ষ টাকা । সেই টাকা কার্যত ট্র্যাঙ্ক ভরে বের করা হয়েছে। এরপর রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ট্রাকে করে তা নিয়ে যাওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৭৯ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও প্রায় ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা। কলকাতা ও শহরতলি এলাকায় অর্পিতার ৮টি ফ্ল্যাটের হদিশ মিলেছে। জমি-বাড়ির দলিল বাজেয়াপ্ত করেছেন ইডি-র আধিকারিকরা। কলকাতায় ৩টি নেল আর্ট পার্লারের মালিক অর্পিতা। 


আরও পড়ুন: Arpita Mukherjee Arrested: বস্তা বস্তা টাকা, বিপুল সম্পত্তির হদিশ! গ্রেফতার 'পার্থ ঘনিষ্ঠ' অর্পিতা