IAF Aircraft Crash Landing: একই দিনে দুর্ঘটনার মুখে পড়ল বায়ুসেনার দু-দুটি বিমান। বিকেলে হরিয়ানার পঞ্চকুলায় দুর্ঘটনার মুখে পড়ে জাগুয়ার ফাইটার জেট । তারপর সন্ধেয় ইন্ডিয়ান এয়ার ফোর্সের একটি পরিবহন বিমান পশ্চিমবঙ্গের বাগডোগরায় জরুরি অবতরণ করাতে বাধ্য হয়। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে এএন-৩২ । অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়।
তবে এই ঘটনায় কোনও ক্ষতি হয়নি। রুশ বিমান এএন-৩২ সামরিক পণ্য পরিবহনের কাজে ব্যবহার হচ্ছিল। এয়ার ফোর্স সূত্রে খবর, এএন-৩২ পরিবহন বিমানটিতে প্রযুক্তিগত সমস্যার দেখা দেওয়ায় বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। তখনই ঘটে দুর্ঘটনা। বিমানে থাকা সবাই প্রাণে রক্ষা পেয়েছেন। দক্ষতার সঙ্গে সব কর্মীদের নিরাপদে বের করে আনা গিয়েছে।
পাইলট নিরাপদে
এয়ার ফোর্স সূত্রে খবর, পঞ্চকুলা ও পশ্চিমবঙ্গ , উভয় বিমান দুর্ঘটনাতেই চালকরা নিরাপদে আছেন। ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে। টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ বিমান এএন-৩২ প্রধানত সামরিক জিনিসপত্র পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এটি বায়ুসেনার একটি গুরুত্বপূর্ণ বিমান।
জাগুয়ার যুদ্ধবিমানও দুর্ঘটনার মুখে
শুক্রবার বিকেলে রুটিন প্রশিক্ষণ কাজের সময় সিস্টেমে ত্রুটি দেখা দেয় একটি জাগুয়ার যুদ্ধবিমানে। হরিয়ানার আম্বালা থেকে উড়েছিল বিমানটি । এরপর পঞ্চকুলায় যান্ত্রিক ত্রুটি বুঝতে পারেন পাইলট। হঠাৎ করেই বিমানটি ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়। তখন অত্যন্ত দক্ষতার সঙ্গে পাইলট বিমানটিকে জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে নিয়ে যান। দ্রুত প্যারাস্যুটে নেমে পড়েন। কীভাবে ওই যুদ্ধ বিমানটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা গ্রামবাসীরা দ্রুত এগিয়ে আসেন সাহায্যে। পাইলটও দক্ষতার সঙ্গে প্যারাসুটের সাহায্যে বেরিয়ে আসেন। এই ঘটনাতেও কেউ হতাহত হয়নি । কোনও সম্পত্তির ক্ষতি হয়নি। এয়ার ফোর্স এখনও দুর্ঘটনার কারণ অফিসিয়ালি জানায়নি। সঠিক কারণ অনুসন্ধানের জন্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।