নয়াদিল্লি: মহাকাশ অভিযান আর নেহাত বৃহত্তর স্বার্থের মধ্যে আটকে নেই। বরং মহাকাশ অভিযান নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। মুড়ি-মুড়কির মতো অভিযান যেমন হচ্ছে, তেমন দুর্ঘটনাও বাড়ছে। ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা SpaceX-এর অভিযানেও ফের বিপত্তি বাধল। পরীক্ষামূলক উড়ানের পরই আকাশে তীব্র বিস্ফোরণ, আর তার ফলে ছিন্নভিন্ন হয়ে গেল একটি মহাকাশযান। শুধু তাই নয়, দুর্ঘটনার জেরে বিমান পরিষেবা যেমন বিঘ্নিত হল, তেমনই বর্জ্য় ছড়াল এদিক ওদিক। গোটা ঘটনায় আবারও SpaceX এবং মাস্কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। (SpaceX Starship Explodes)


বৃহস্পতিবার বিকেল ৫.৩০টায় টেক্সাসের বোকা চিকায় SpaceX-এর ঘাঁটি থেকে মহাকাশযানটির উৎক্ষেপণ হয়। কিন্তু উড়ানের ১০ মিনিটের মধ্যেই তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে মহাকাশযানটি বনবন করে ঘুরতে শুরু করে হঠাৎই। সেটির ইঞ্জিনও কাজ করা বন্ধ করে দেয়। মহাকাশযানের বুস্টার স্টেজটি যদিও বা রক্ষা পায়, আপার স্টেজটি ছিন্নভিন্ন হয়ে যায়। সেই মুহূর্তের যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যায়, আতসবাজির মতো আগুনের গোলায় ঢেকে যায় আকাশ। দক্ষিণ ফ্লোরিডা, ক্যারিবিয়ানের বাহামায় বর্জ্য ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। (Elon Musk)



এই নিয়ে SpaceX-এর অষ্টম মহাকাশযানটি দুর্ঘটনাগ্রস্ত হল। মাস খানেক আগেই তাদের সপ্তম মহাকাশযানটি দুর্ঘটনাগ্রস্ত হয়। ৪০৩ ফুট দীর্ঘ মহাকাশাযানটি মঙ্গল অভিযানে ব্যবহারের লক্ষ্য রয়েছে মাস্কের। মহাকাশচারীদের তাতে চাপিয়ে লালগ্রহে উপনিবেশ গড়ার স্বপ্ন দেখছেন তিনি। কিন্তু পর পর দুর্ঘটনায় পরিকল্পনা থেকে ব্যবস্থাপনা, সব নিয়েই প্রশ্ন উঠছে। এই মহাকাশযানটিতে যদিও কোনও মহাকাশচারী ছিলেন না। কিন্তু দুর্ঘটনার পরই লাইভ সম্প্রচার বন্ধ করে দেয় SpaceX. সংস্থার মুখপাত্র ড্যান হুয়ট বলেন, "দুর্ভাগ্যজনক ঘটনা। গতবারও এমন হয়েছিল।" কিন্তু বর্জ্য কোথায় গিয়ে পড়বে, তা নিয়ে আগে থেকে কিছুই জানায়নি SpaceX. 


এই দুর্ঘটনার পর দীর্ঘ ক্ষণ ওই অঞ্চলের আকাশে বিমান পরিষেবা বন্ধ ছিল। Federal Aviation Administration ফ্লোরিডার চার বিমানবন্দর, মায়ামি, ফোর্ট লডারডেল, অরল্যান্ডো এবং পাম বিচ থেকে বিমানের উড়ান স্থগিত রাখে। বাহামাতেও বিমান পরিষেবা বিঘ্নিত হয়। শেষ মুহূর্তে বেশ কিছু বিমানের যাত্রাপথ বদলে যায়। রাত ৮টা নাগাদ ফের চালু হয় পরিষেবা। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে SpaceX. পাশাপাশি, Federal Aviation Administration-ও তদন্ত শুরু করেছে।