কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: SSC নিয়োগে দুর্নীতি (SSC Recruitmnet Scam) অভিযোগে একাধিক মামলার তদন্ত করছে CBI। সূত্রের খবর, এই পরিস্থিতিতে IAS অফিসার শুভ্র চক্রবর্তীকে (Shubhra Chakraborty) SSC-র চেয়ারম্যান করার কথা বলা হলেও, সেই দায়িত্ব নিতে নারাজ তিনি। সূত্রের খবর, আপাতত পদত্যাগী চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকেই (Siddhartha Majumdar) কাজ চালানোর মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।
SSC চেয়ারম্যানের দায়িত্ব নিতে নারাজ শুভ্র চক্রবর্তী
SSC-র নিয়োগ দুর্নীতির অভিযোগে সরকারের অস্বস্তি কমছে না। শিক্ষা প্রতিমন্ত্রীকে আগেই টানা ৩ দিন জিজ্ঞাসাবাদ করেছে CBI। বুধবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এরই মধ্যে সূত্রের দাবি, নিয়োগ ঘিরে চলা এই ডামাডোলের মধ্যে নতুন SSC চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে নারাজ IAS অফিসার ও সর্বশিক্ষা মিশনের রাজ্যের প্রকল্প অধিকর্তা শুভ্র চক্রবর্তী। এই পরিস্থিতিতে SSC-র সদ্য পদত্যাগী চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকেই নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।
গত বুধবার SSC মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CBI। সেদিনই হঠাত্ করে SSC-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন, মাত্র চার মাস আগে নিযুক্ত হওয়া সিদ্ধার্থ মজুমদার। এর পর সঙ্গে সঙ্গে এই পদে প্রথমবার কোনও IAS অফিসারকে বসানোর বিজ্ঞপ্তিও জারি করে দেয় রাজ্য সরকার।
আরও পড়ুন: Nadia: নাকাশিপাড়ায় কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব অধীর চৌধুরীর সভার আগে গোষ্ঠীদ্বন্দ্ব কংগ্রেসের।Bangla News
কিন্তু, তিনি এখনও দায়িত্ব না নেওয়ায়, কাজ চালিয়ে যেতে হচ্ছে পদত্যাগী চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকেই। তৃণমূল জমানায় ১১ বছরে ৯ জন চেয়ারম্যানকে নিয়োগ করা হয়েছে। সেই চেয়ারম্যান নিয়োগ ঘিরেই এখন তৈরি হয়েছে নতুন করে জটিলতা। প্রতিদিনের মতো বুধবারও স্কুল সার্ভিস কমিশনে এসেছিলেন সিদ্ধার্থ মজুমদার। তিনি বলেন, "আমাকে বলেছে কাজ চালিয়ে যেতে। তাই আমি রোজই অফিসে আসছি।"
এ বারই এই পদে প্রথমবার কোনও IAS অফিসারকে বসানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। IAS অফিসার শুভ্র চক্রবর্তীকে এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু, সূত্রের দাবি, SSC নিয়োগ ঘিরে চলা বর্তমান পরিস্থিতিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চাননি তিনি।
রাজ্যকে কটাক্ষ বিরোধীদের
পাশাপাশি সূত্রের দাবি, স্কুল শিক্ষা দফতরের একজন আধিকারিক, সেই দফতরেরই অধীনস্থ স্বশাসিত সংস্থা SSC-র চেয়ারম্যানের দায়িত্ব কীভাবে সামলাবেন, এই প্রশ্ন উঠেছে সরকারের মধ্যেই। তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরাও। বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য, "কেউ এই পাপের দায়িত্ব নিতে চাইছেন না।" সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "পাপের ভাগীদার কেউ হতে চায় না। এই ভদ্রলোক দায়িত্ব নিয়েছিল, আবার একজনকে দায়িত্ব দেওয়া হল। কেউ নিতে চাইছে না।" সব মিলিয়ে SSC নিয়ে ডামাডোল থামছে না।