সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের (North Dinajpur News) করণদিঘিতে (Karandighi News) স্কলারশিপ দুর্নীতির (Scholarship Scam) অভিযোগে আরও একজন গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্টের মালিক। স্কলারশিপ কাণ্ডে মূল অভিযুক্ত সহ এই নিয়ে মোট তিনজনকে গ্রেফতার করল পুলিশ।
কত গভীরে দুর্নীতির শিকড়!
স্কলারশিপ জালিয়াতির শিকড় কত গভীরে ছড়িয়েছে? ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত কতজন প্রতারণাচক্রের সঙ্গে যুক্ত? উত্তর দিনাজপুরের করণদিঘিতে স্কলারশিপ দুর্নীতির অভিযোগের তদন্তে এই প্রশ্নগুলোই এখন জোরাল হয়ে উঠেছে।
মঙ্গলবার জানি আলম নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্টের মালিক। স্কলারশিপ দুর্নীতির অভিযোগের তদন্তে এই নিয়ে মোট ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।
রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের বক্তব্য, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য মিলেছে। আরও অনেকের নাম উঠেছে এসেছে। কাউকে রেয়াত করা হবে না।
সম্প্রতি জাতি শংসাপত্রের তথ্য হাতিয়ে, অনগ্রসর সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য বরাদ্দ স্কলারশিপের বিপুল টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে করণদিঘিতে। রাজ্য সরকারের ওয়েসিস পোর্টাল ব্যবহার করে কীভাবে আবেদনকারীর নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়ে টাকা তোলা হচ্ছে, সেই সংক্রান্ত নথিও প্রকাশ্যে এসেছে।
মোট তিন জন গ্রেফতার
করণদিঘির বাসিন্দা রুস্তম আলি বলেন, মহতাবুদ্দিনন, তার ভাই ও জানি আলমকে গ্রেফতার করা হয়েছে। জানি আলমের নামে ব্যাঙ্কিং সিএসপি আছে। আমি চাই সব দোষীদের শাস্তি হোক। এদের সম্পত্তি বাজেয়াপ্ত করে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করুক।