অরিত্রিক ভট্টাচার্য ও সুদীপ্ত আচার্য, কলকাতা:বেতনবৃদ্ধি-সহ একগুচ্ছ দাবিতে কলকাতায় পৃথকভাবে পথে নামলেন মিড-ডে-মিল কর্মী (Mid Day Meal Workers Agitation) ও ICDS কর্মীরা (ICDS Workers Agitation)। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করার কথা ছিল মিড ডে মিল সহায়িকা সমিতির। সেখানে পৌঁছনোর আগেই ডোরিনা ক্রসিং-এ রাস্তায় বসে পড়েন তাঁরা।
কী জানা গেল?
বেতনবৃদ্ধি, সরকারি কর্মীর স্বীকৃতি ও মিড-ডে-মিলের বরাদ্দ বাড়ানো-সহ একগুচ্ছ দাবিতে
অতীতে...
গত মাসেই আইসিডিএস কর্মীদের মিছিলে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা। ধর্মতলার মোড়ে বসে পড়ে বিক্ষোভ দেখান অঙ্গনওয়াড়ি কর্মীরা। পদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ছিল অঙ্গনওয়াড়ি কর্মীদের। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এসেছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। নিয়োগের দাবিতে বার বার উত্তাল হয়েছে এই শহর রাজপথ। গত অগাস্টেই যেমন, ৯ বছর ধরে নিয়োগ না হওয়ার অভিযোগে রাজপথে নামেন চাকরিপ্রার্থীরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত চলে মিছিল, বিক্ষোভ। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্য়েই জল গড়িয়েছে অনেকদূর। মাসের পর মাস রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছেন চাকরি প্রার্থীদের দল। কিন্তু এই প্রতিবাদ বিক্ষোভ মূলত উসকে যায়, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির পর। একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসে।
আরও পড়ুন:মেডিক্যালে ভর্তিতে ১৪টি শংসাপত্র জাল, অবশেষে সুপ্রিম কোর্টে কবুল রাজ্যের