কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিক, কলকাতা: সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee) নিয়ে আবারও সুর চড়ালেন, তাঁরই দলের বিধায়ক তাপস রায় (Tapas Roy)। বিজেপির উত্তর কলকাতার সাংগঠনিক সভাপতির বাড়ির দুর্গাপুজোয়, শুভেন্দু অধিকারীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে মঙ্গলবার খোঁচা দিয়েছিলেন তাপস রায়। বুধবার কুণাল ঘোষের সঙ্গে বৈঠকের পর, এনিয়ে ফের সুর চড়ান তিনি।


সুদীপে আরও সরব তাপস: সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আরও সুর চড়ালেন তাপস রায়। এমনকী ঘুরিয়ে তৃণমূলের লোকসভার নেতার সঙ্গে বিজেপির সখ্যের ইঙ্গিতও উস্কে দিলেন তিনি। বিধায়ক তাপস রায় বলেন, “একই বাড়িতে দুর্গাপুজোকে কেন্দ্র করে সুদীপ বন্দ্যোপাধ্যায় গেছে। শুভেন্দুও গেছে। কল্যাণ চৌবেও গেছে। অন্য কারও ক্ষেত্রে হলে কীভাবে দেখতেন? এছাড়াও অনেক ঘটনা আছে। অনেক বিষয় আছে। সেগুলো আমি আর বলছি না। যেখানে শুভেন্দু প্রতিদিন মমতা ও অভিষেককে গাল দিচ্ছে সেখানে তাঁর সঙ্গে পুজোয় থাকাটা মোটেও ভালভাবে নিচ্ছে না তৃণমূল কর্মীরা।’’


সম্প্রতি বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে তমোঘ্ন ঘোষকে। যাঁর বাবা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই তমোঘ্ন ঘোষের বাড়ির দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/suvendu-adhikari" data-type="interlinkingkeywords">পুজোয়, শুভেন্দু অধিকারীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে মঙ্গলবার কার্যত বোমা ফাটিয়েছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। বুধবার তাপস রায়ের বাড়িতে গিয়ে, তাঁর সঙ্গে কথা বলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর তারপরই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, আরও সুর চড়ান তাপস রায়। তিনি বলেন, “ইদানিংকালে বিভিন্ন কনপ্সিরেসি চলছে। এজেন্সির কনস্পিরেসি। সেখানে যদি একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যদি আমাদের নেতৃবৃন্দ সম্পর্ক সখ্য রাখে, তাহলে সমূহ বিপদ। ইন দ্য নেম অফ সৌজন্য।’’


দুই বর্ষীয়ান নেতার ‘দন্দ্বে’ অস্বস্তিতে তৃণমূল। তাপস রায়ের কথায়, “দলকে জানিয়েছেন? দল নিশ্চয় জানে। বক্তব্যে দল মান্যতা দিচ্ছে? না দেওয়ার কারণ খুঁজে পাই মা। আমি এমন কোনও কথা কখনও বলিনি যা দলের ক্ষতি করতে পারে।’’ এবিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “তৃণমূলে কোনও সমস্যা নেই। কিছু বিষয় আছে, আমরা সংগ্রহ করছি খবর। দেখছি।’’


আরও পড়ুন: Manik Bhattacharya: মানিক ভট্টাচার্যর আমলে ক’জন ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন? তালিকা তৈরির চেষ্টা ইডির, খবর সূত্রের