সৌভিক মজুমদার, কলকাতা: 'বেআইনি নির্মাণকারীকে (Illegal Construction Builder) কোথাও না পাওয়া গেলে নেতাজি ইন্ডোরে (Netaji Indoor Stadium)পাওয়া যাবে', লিলুয়ার বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (justice abhijit ganguly)। সঙ্গে সংযোজন, 'কোনও বেআইনি নির্মাণ রাখা যাবে না। যদি আমার বাড়িও বেআইনি হয়, ভেঙে দিতে হবে।' লিলুয়ার একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় এদিন এই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিকেল সাড়ে ৩টেয় নির্মাণকারীকে কোর্টে হাজির করাতে লিলুয়া থানার ওসিকে নির্দেশও দেন তিনি। তার পর পরবর্তী শুনানি।
প্রতিক্রিয়া...
কলকাতা হাইকোর্টের বিচারপতির এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'পশ্চিমবঙ্গে বেআইনি নির্মাণ যা চলেছে ও চলছে, তা যদি ভাঙা হয় তা হলে লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে যাবেন। কার্যত সমস্ত নিয়ম-কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্মাণ চলেছে।' তাঁর দাবি, যে লিলুয়ার কথা বলা হচ্ছে, তার কাছে হিন্দমোটর, কোন্নগর-পর্যন্ত গঙ্গার পাড় বরাবর 'লুঠ' হয়ে গিয়েছে। রাজ্য বিজেপি মুখপাত্রের কথায়, 'পশ্চিমবঙ্গের মানুষের মনের কথাটা, বিচারপতি হিসেবে তিনি সেটি মন্তব্য করেছেন। বিচারপতির মন্তব্য নিয়ে বিশেষ কিছু বলার থাকে না। তবে যেখানে যত নির্মাণকর্মী রয়েছেন, তাঁরা কোনও নিয়মশৃঙ্খলার ধার ধারেন না। কারণ তাঁরা জানেন সরকার তাঁদের সঙ্গে রয়েছে।' এমনই এক দিনে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য করেছেন যেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেই দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দেন মমতা। দলুয়াখাকির ঘটনা নিয়ে সিপিএম-বিজেপিকে তীব্র আক্রমণ থেকে বিশ্বকাপ ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে হলে ভারত জিতে যেত, এমন একাধিক হইচই ফেলে দেওয়ার মতো দাবি শোনা যায় তাঁর মুখে। ঘটনাচক্রে, এদিন দুর্নীতি প্রশ্নেও কড়া জবাব দিতে চেয়েছেন তৃণমূলনেত্রী।
দুর্নীতি প্রশ্নে তৃণমূলনেত্রীর বার্তা...
বৃহস্পতিবার নেতাজি ইনডোরের সভা থেকে বিরোধীদের কার্যত হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী। বলেন, 'আমাদের লোকেরা সবাই চোর, দুর্নীতি দেখাচ্ছে। কেষ্ট, বালু, পার্থ, মানিক জেলে, এভাবেই চলবে। যখন চেয়ারে থাকবেন না, তখন আপনারা কোথায় থাকবেন, সেলে?' এর পরই ঝাঁঝালো মেজাজে বলেন, 'আমাদের ৪ জনকে গ্রেফতার করলে, ওদের ৮ জনকে জেলে ভরব।' জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে যখন ইডি-র তল্লাশি চলছে, সে সময়ও একই রকম হুঁশিয়ারি শোনা গিয়েছিল দলনেত্রীর মুখে। বলেছিলেন, 'মুখ বুজে সহ্য করছি। জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য খারাপ, সুগার আছে। যদি মারা যায় তাহলে বিজেপির বিরুদ্ধে এফআইআর করব।'সেই সুরই আরও চড়ালেন এদিনের সভায়।
আরও পড়ুন:'আমি মনে করি, বিশ্বকাপ ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে হলে আমরা জিততাম' বললেন মুখ্যমন্ত্রী