রবিবার থেকেই কলকাতায় কমেছে শীতের আমেজ। আগেই রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল । সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে বুধবারের মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। কলকাতার তাপমাত্রা পৌঁছবে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলায় ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে পারদ নামতে পারে। কলকাতায় ঠান্ডা কমার পরিস্থিতি হলেও, দিল্লি-এনসিআর-এ ঠান্ডা কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। দিনের বেলাতেও একটানা ঠান্ডা বাতাস বইছে। মানুষ ঘর থেকে বেরোতেই ঠতঠক করে কাঁপছে।  বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৩ কিলোমিটার ! আবহাওয়া বিভাগ ১৯ জানুয়ারি ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে। দিল্লিতে জারি হলুদ সতর্কতা ।                        

Continues below advertisement

দিল্লিতে জারি হলুদ সতর্কতা গত ২৪ ঘন্টা ধরে, দিল্লি-এনসিআর-এর আকাশ মেঘলা ছিল। সারা দিন ধরে ঠান্ডা বাতাসের দাপট ছিল। রোদের তাপও ছিল বড়ই মৃদু । তাই দিনের বেলাও তাপমাত্রা বেশ কম ছিল। ভোরে ও সন্ধ্যার দিকে ঠান্ডা আরও বাড়ে। সোমবার অবশ্য রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যদিও রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই থাকবে।  

ভারতীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ১৯ জানুয়ারী দিল্লি-এনসিআর-এ  কুয়াশা বাড়তে পারে। এই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা হ্রাসের ফলে সড়কে যান চলাচলে প্রভাব পড়তে পারে। পথচারীদের ও গাড়িচালকদের সকালে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।  

Continues below advertisement

২৩ জানুয়ারি, সরস্বতী পুজোতে  বৃষ্টির সম্ভাবনাআবহাওয়া দপ্তর বলছে যে ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দিল্লিবাসী ঠান্ডা থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন, কিন্তু তার পরে আবার আবহাওয়ার পরিবর্তন হবে। তাপমাত্রা কমতে পারে এবং ঠান্ডা আবার বাড়তে পারে। ২৩শে জানুয়ারি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হওয়ার কারণে, দিল্লি-এনসিআরের অনেক এলাকায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা ঠান্ডার ভাব আরও বাড়িয়ে দিতে পারে। 

সরস্বতী পুজোতে  কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ? সরস্বতী পুজোয় বেলার দিকে তাপমাত্রা বাড়লেও সরস্বতী পুজোর দিন শীতের আমেজ বজায় থাকবে পশ্চিমের জেলাগুলিতে । সকাল-সন্ধ্যা শীতের  আমেজ হালকা থাকলেও, কলকাতা শহরে দিনের বেলায় শীতের কামড় তীব্র হবে না।  খুব সকালে হালকা কুয়াশা থাকবে ঠিকই, তবে বৃষ্টির সম্ভাবনা নেই।