সুনীত হালদার, ডুমুরজলা: নয় নয় করে দু'বছর হয়ে গেল তিনি নেই। তবে তাঁর অজস্র সৃষ্টি রয়ে গিয়েছে বাঙালির কাছে। বাঙালি চিত্রকাহিনি (Comics) শিল্পী নারায়ণ দেবনাথের স্মৃতি ধরে রাখতে এবার উন্মোচন হল তাঁর আবক্ষ মূর্তির। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে বসল তাঁর আবক্ষ মূর্তি। শিল্পীর মূর্তির উন্মোচনে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। মূর্তির উন্মোচনে গিয়ে শিল্পীর স্মৃতিচারণে ডুব দিলেন তিনিও। (Narayan Debnath Statue Unveiled)
দু'বছর আগে, ২০২২ সালের ১৮ জানুয়ারি প্রয়াত হন শিল্পী। বৃহস্পতিবার তাঁর মৃত্যুবার্ষিকীতেই, হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে শিল্পীর আবক্ষ মূর্তির উন্মোচন হয়। 'বাংলা পক্ষ' সংগঠনের তরফে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ। তিনি জানান, তাঁর বিধানসভা এলাকাতেই বাস ছিল শিল্পীর। শিল্পীর সঙ্গে নিজের আত্মিক সম্পর্কের কথাও তুলে ধরেন অরূপ। (Howrah News)
এদিন অরূপ জানান, ছোট থেকে তিনিও 'নন্টে-ফন্টে', 'হাঁদা-ভোঁদা', 'বাঁটুল দি গ্রেট' চিত্রকাহিনি সম্বলিত পত্রিকা পড়ে বড় হয়েছেন। শিল্পীর পরচিতি শুধুমাত্র বাংলা বা বাঙালির কাছে নয়, গোটা পৃথিবীর বাঙালি শিশুদের মনে বিরাজ করেন তিনি। নারায়ণ দেবনাথ মানেই আবেগ, এদিন মন্তব্য করেন অরূপ। তিনি জানান, রাজ্য সরকারের তরফে বিভিন্ন পুরস্কার, সম্মান প্রদান করা হয়েছে শিল্পীকে। শেষ বেলায় তাঁর চিকিৎসার ভারও গ্রহণ করে রাজ্য। সৃষ্টির মাধ্যমে বাঙালির কাছে অমর হয়ে থাকবেন শিল্পী।
'শিল্পীর মূর্তির উন্মোচন এবং সেই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজনেরও প্রশংসা করেন অরূপ। 'বাংলা পক্ষ'কে ধন্যবাদ জানান তিনি। সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জানান, পৃথিবীর বুকে এই প্রথম নারায়ণ দেবনাথের মূর্তি বসল। তাঁর কথায়, "বাঙালি উচ্চতা দিয়ে মূর্তিকে মাপে না। বাঙালি মূর্তিকে হৃদয়ে ধরে রাখে। নারায়ণ দেবনাথের সৃষ্টি আগামী দিনেও বাঙালি শিশুদের মনগঠনের সহায়ক হবে। নারায়ণ দেবনাথ শুধুমাত্র বাঙালির।"
চিত্রকাহিনির বর্তমান ধারা নিয়ে এদিন কটাক্ষও শোনা যায় গর্গের গলায়। তাঁর বক্তব্য, "এখন যেসব বিদেশের রোগা-পাতলা, স্থূল কমিকস চরিত্র উঠে আসছে, তা বাঙালি শিশুদের মন গ্রাস করে নিচ্ছে, যা যথেষ্ট উদ্বেগের। শিশুর মনের গঠনের উপরই একটি জাতি বেঁচে থাকে।" নারায়ণ দেবনাথের সৃষ্টি নিয়ে পূর্ণদৈর্ঘ্যের ছবি তৈরি করতে, বাঙালি চলচ্চিত্র পরিচালক এবং ব্যবসায়ী মহলকে এগিয়ে আসতেও এদিন আবেদন জানান গর্গ। চলচ্চিত্র