'Pherari Mon': পরমার পুরনো কীর্তি সর্বসমক্ষে নিয়ে আসবে তুলসি? 'ফেরারি মন' ধারাবাহিকে নয়া মোড়

Daily Serial Update: বিবাহবার্ষিকীর বিশেষ অনুষ্ঠানের সময়ে, পরমার দুষ্কর্মের ফলাফলের মুখোমুখি তাঁকে হতেই হত। রায়বর্মন পরিবারে পুনরায় নিজের জায়গা পাকা করতে পরমা কী করবে?

Continues below advertisement

কলকাতা: কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'-এ (Pherari Mon) এখন আক্ষরিক অর্থেই 'নাটকীয়' মোড়। একজনের অতীতের কর্মকাণ্ড নাটকের মাধ্যমে তুলে ধরতে চলেছে ধারাবাহিকের নায়িকা! বুঝলেন না? ঠিক কী হবে, রইল বিস্তারিত।

Continues below advertisement

'ফেরারি মন' ধারাবাহিকে নাটকীয় মোড়

'ফেরারি মন' ধারাবাহিকে পরমার পুরনো ক্রিয়াকলাপের নাটকীয় রূপ মঞ্চস্থ করে দেখাতে শুরু করে তুলসি (tulsi)। ফলে ধীরে ধীরে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। তারপর ঠিক কী ঘটে?

রায়বর্মন বাড়িতে পরমা (Parama) ও হৃষিকেশ তাঁদের বিবাহবার্ষিকী উপলক্ষে তৈরি হচ্ছেন। এই দিনটিকে আরও বিশেষ করে তোলার জন্য তুলসি একটি অনুষ্ঠানের আয়োজন করে যা পরমার পুরনো ভুলগুলো নিয়ে তৈরি, বিশেষত যখন সে মালিনীর ক্ষতি করার চেষ্টা করে। যতই সেই দিন এগিয়ে আসতে থাকে ততই বাতাসে উত্তেজনার পারদ মিশতে থাকে। মালিনী, যার স্মৃতিশক্তি লোপ পাওয়ায় পুরনো কিছু মনে নেই, সেও ধীরে ধীরে অতীতের কথা মনে করতে শুরু করে। এই অপ্রত্যাশিত ঘটনার ফলে গল্পে নয়া স্তর যুক্ত হয়।

বিবাহবার্ষিকীর বিশেষ অনুষ্ঠানের সময়ে, পরমার দুষ্কর্মের ফলাফলের মুখোমুখি তাঁকে হতেই হত। রায়বর্মন পরিবারে পুনরায় নিজের জায়গা পাকা করতে পরমা কি নিজের ভুলগুলো স্বীকার করে নেবে নাকি আবারও নিজের বুদ্ধি খাটিয়ে অন্য কোনও পন্থা বের করবে? কী ঘটবে এরপর? জানতে হলে নজর রাখতে হবে প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৬টায়, কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'-এ।                   

আরও পড়ুন: Top Social Post: ধারাবাহিকে পিঠেপুলি উৎসব, ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া? আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

এর আগে কী ঘটেছে?

কিছুদিন আগেই মালিনীকে খুঁজে বের করার সিদ্ধান্তে অটল তুলসি মরিয়া হয়ে ওঠে। অন্যদিকে পরমা আপ্রাণ চেষ্টা করতে থাকে যাতে সত্যিটা কোনওভাবেই সামনে না আসে। পরমা তুলসীকে চার দেওয়ালের মধ্যে আটকে রাখার জন্য তার লোক পাঠায়, সেখানেই তুলসিকে প্রাণে মেরে ফেলতে চায় সে। কিন্তু সেখানেই ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। এক রহস্যময়ী নারী সেই দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দেয় এবং ভিতর থেকে অজ্ঞান অবস্থায় তুলসিকে উদ্ধার করে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Continues below advertisement
Sponsored Links by Taboola